Omicron: দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় সরাসরি বিমান ৩ দিন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার থেকে সপ্তাহে দুদিনের পরিবর্তে তিনদিন দিল্লি ও মুম্বাই থেকে কলকাতার মধ্যে সরাসরি বিমান চলাচল করবে। প্রতি সপ্তাহের সোম বুধ ও শুক্রবারে এই দুই শহর থেকে কলকাতায় বিমান ওঠানামা করবে।

বুধবার থেকেই এই এই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব কে চিঠি দিয়ে জানিয়েছেন।উল্লেখ্য রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য সরকার দিল্লি এবং মুম্বই থেকে রাজ্যে বিমান চলাচলে বিধিনিষেধ জারি করে। সপ্তাহে দু’দিন সোমবার এবং শুক্রবার এই দুই শহর থেকে কলকাতার মধ্যে বিমান ওঠানামা করবে বলে জানানো হয়।

আবার ময়দানে রেড ভলেন্টিয়ার্স, সবকিছু ঠিকভাবে করা যাবে তো? আশঙ্কা থাকছেই

করোনার কোপ পড়ল রাজ্য বিধানসভার কাজ কর্মেও। রাজ্যজুড়ে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বিধানসভার সব স্ট্যান্ডিং কমিটির বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কমিটির সদস্যদের সব ধরনের সফর বাতিল করা হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। পাশাপাশি সরকারি নির্দেশ মেনে বিধানসভায় পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর কথাও বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট