সোমবার বিধানসভা , মাস্টারমশাই দিলীপ-শুভেন্দুর ট্রেনিংয়ে তৈরী হচ্ছেন ‘ছাত্র’ বিধায়করা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যেভাবে পথে নেমে বিক্ষোভ কর্মসূচি করা যায়, বিধানসভার ওয়েলে নেমে সেই একই ভাষায় বিক্ষোভ করা যায় না।
- কিভাবে শাসকদলের বিরুদ্ধে বিধানসভায় প্রতিরোধ গড়ে তোলা হবে?
- কিভাবে কোন বিল পেশ করতে হয়,
- কিভাবে কোন প্রস্তাবের বিরোধিতা আনতে হয়,
- সংশোধনী নিয়ে কিভাবে সরব হতে হয়,
- কেমন করেই বা বাজেট বিতর্কে অংশ নিতে হয়?
- কিভাবে বিধায়করা নিজেদের বিধানসভায় উপস্থাপন করবেন,
- কোন ভাষায় সম্বোধন করা হবে,
- সংবিধান মেনে কিভাবে পদক্ষেপ করতে হবে
সেসব কিছু নিয়ে এবার কোচিং ক্লাসের ব্যবস্থা করল বিজেপি।
হেস্টিংসের দলীয় কার্যালয়ে শনিবার বিজেপি বিধায়কদের পড়ানো হয় ক্লাসে বিধানসভার পাঠ। প্রথম ক্লাসের শিক্ষক ছিলেন দিলীপ ঘোষ। দ্বিতীয় ক্লাসে শুভেন্দু অধিকারী। দলীয় ক্লাসে উপস্থিত ছিলেন জনা পঞ্চাশেক বিধায়ক। বাকিরা যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। বিধায়ক সংখ্যা ৭২ হলেও ৯৯ শতাংশই নতুন মুখ। বিধানসভার আদব-কায়দা সম্পর্কে ওয়াকিবহাল তাঁরা নন।
অন্যদিকে ৩ থেকে ৭৩ উঠে আসা বিজেপি এরাজ্যে প্রধান বিরোধী দল।তাই বিধানসভায় তাদের ভূমিকার দিকে নজর থাকবে সকলেরই। বিশেষত ব্যাটন যখন শুভেন্দুর হাতে তখন বাড়তি কৌতুহল থাকবেই।
এই ক্লাসের মূল উদ্দেশ্য ছিল কিভাবে নব নির্বাচিত বিধায়করা বিধানসভায় সরব হবেন তা নিয়েই। বিশেষত যারা প্রথমবার বিধানসভায় পা রাখছেন, বাকিদের সঙ্গে কিভাবে তারা টক্কর দেবেন সে সবকিছুই শেখানো হয়েছে।
ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে বিধানসভা ভবনের ভিতরে এবং বাইরে তৃণমূলের যাত্রাপথ কতটা দুর্বিষহ করা যায, তাই এই প্রশিক্ষণ বলে জানিয়েছেন শুভেন্দুর ঘনিষ্ঠ মহল।
প্রশিক্ষণ শেষে স্পষ্টভাষায় শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে শাসক দলকে আক্রমণের মূল হাতিয়ার হতে চলেছে ভুয়ো ভ্যাকসিন কান্ড। প্রথম থেকেই ‘ভ্যাকসিন কাণ্ড’ নিয়ে সুর সপ্তমে তুলেছিলেন বিধায়করা।
প্রশিক্ষণ ছাড়াই টিকা দিয়ে বিতর্কের মুখে আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র
তাই শুভেন্দুর কথায়, ভ্যাকসিন নিয়ে এমন তীব্র আন্দোলন করতে হবে যাতে শাসকদলের কান ঝালাপালা হয়ে যায়। ভ্যাকসিন কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
উল্লেখ্য বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা তাতেই ভাষণ শেষ না করে ছাড়েন রাজ্যপাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন আসন্ন সময় ভুয়ো ভ্যাকসিন কান্ড থেকে ভোট পরবর্তী হিংসাই শাসকদলের বিরুদ্ধে প্রধান কান্ডারী হতে চলেছে গেরুয়া শিবিরের।