Bengal Business Summit : জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে রাজ্য সরকার এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে বসছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্য বৃহস্পতিবার নবান্ন সভাঘরর ওই প্রস্তুতি বৈঠক বসতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

কলকাতা লাগোয়া দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরের শিল্পপতি ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।পাশাপশি বিভিন্ন দেশের উপ দূতাবাস ও আন্তর্জাতিক শিল্প সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে থাকবেন।

পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ওই প্রস্তুতি বৈঠকে একটি অংশে বিভিন্ন দেশের হাইকমিশনার ও অ্যাম্বাস্যাডরদের সামনে বাংলার শিল্প বিষয়ক বিভিন বিষয় তুলে ধরা হবে। যার উদ্দেশ্য, বিদেশি বিনিয়োগ টেনে আনা।

OLA-UBER Fare : যথেচ্ছ ভাড়া নিয়ন্ত্রণ এবং যাত্রী-সুরক্ষায় একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য

উল্লেখ্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে এর আগে উত্তরবঙ্গের শিল্প সমাজকে নিয়ে পৃথক প্রস্তুতি বৈঠক করা হয়। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে শিল্প সম্ভাবনার বিষয়ে চা, আনারস থেকে খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, পাথর খাদান—ইত্যাদি বিষয় উঠে এসেছিল।

দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিপুল পরিমাণ সবজি চাষ হয়। ইতিমধ্যেই একাধিক সংস্থা ভাঙড়ের সবজি বিদেশে রফতানি করা শুরু করেছে। পর্যবেক্ষকদের মতে, নবান্ন চাইছে এটাকেই একটা সার্বিক রূপ দিতে। তা ছাড়া আলু নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণের বিষয়ে বাম জমানা থেকেই সরকারি স্তরে ভাবনা ছিল।

বিক্ষিপ্ত ভাবে কিছু বাস্তবায়নও হয়েছে। অনেকের বক্তব্য, হুগলি নদীর দুপারে যে আদি শিল্পের পরিকাঠামো রয়েছে, যা বহুদিন ধরেই জং পড়ে আগাছায় ঢেকে গিয়েছে সেখানে বিকল্প কী করা যায় সে ব্যাপারেও রুট ম্যাপ খুঁজতে চাইছে রাজ্য সরকার।

সম্পর্কিত পোস্ট