Bengal Corona Restriction : অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাড়তি কিছু ছাড় সহ রাজ্যে কোভিড জনিত বিধিনিষেধের মেয়াদ ( Bengal Corona Restriction ) আরো ১৫ দিন বাড়ানো হলো। নবান্নে আজ রাজ্যে করোনা পরিস্থিতি ( Bengal Corona Restriction ) পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি জানান রাজ্যে করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

Bengal Corona Restriction

তাই নৈশকালীন কঠোর বিধি-নিষেধের সময়সীমা কিছুটা কমানো হচ্ছে। রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ বিধি নিষেধ বলবত থাকবে।মুম্বই ও দিল্লি থেকে প্রতিদিনই নিয়মিত বিমান চলাচল করবে। তবে বেঙ্গালুরুর ক্ষেত্রে এখনো বিমান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।

School Opening Westbengal : ৩ ফেব্রুয়ারী থেকে খুলছে স্কুল, নবান্নে ঘোষণা মমতার

ব্রিটেন থেকে আশা বিমান কেউ সরাসরি কলকাতায় অবতরণের অনুমতি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। রেস্তোরা, সিনেমা হল, পার্ক, স্টেডিয়ামে ৫০ শতাংশের জায়গায় ৭৫ শতাংশ লোক নিয়ে খোলা যাবে।

সুইমিং পুল, জিমের ক্ষেত্রেও লোকসংখ্যা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হল। রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিতেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হল।

সম্পর্কিত পোস্ট