বৃদ্ধতন্ত্রের অবসানে বাংলা থেকে কারা সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী সপ্তাহে কেরলে (kerala) বসছে সিপিএমের (CPM) ২৩ তম পার্টি কংগ্রেসের আসর। বুধবার অর্থাৎ ৬ এপ্রিল একমাত্র বাম শাসিত রাজ্যের কান্নুরে (Kunnur) শুরু হবে সর্বভারতীয় সম্মেলন। নানা দিক থেকে সিপিএমের এবারের সম্মেলন আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে।

দলের শ্রমিক ও কৃষক সংগঠন দেশব্যাপী আন্দোলন পরিচালনা করলেও তার সুফল কেন ভোটবাক্সে পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিতর্কের ঝড় উঠতে পারে। পাশাপাশি বিজেপি বিরোধীতায় দলীয় লাইন কী হবে তা নিয়েও বিতর্কের সম্ভাবনা আছে। সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক থাকবেন কিনা সেটা নিয়েও কৌতুহল আছে।

তবে একুশের বিধানসভায় শূন্য হয়ে যাওয়ায় বাংলার পার্টিকে যে প্রবল সমালোচনার মুখে পড়তে হবে তা একরকম নিশ্চিত। বাংলা থেকে কারা দেশের সর্ববৃহৎ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হবেন তা নিয়ে‌ও কৌতুহল আছে।

সিপিএমের এবারের পলিটব্যুরো তথা কেন্দ্রীয় কমিটি থেকে বিমান বসুর (Biman Basu) বিদায় নিশ্চিত। বয়সজনিত কারণে রবীন দেব(Rabin Deb) কেন্দ্রীয় কমিটি থেকে সরে যেতে পারেন। এক‌ই কারণে হান্নান মোল্লা (Hannan Mollah) কেন্দ্রীয় কমিটিতে থাকবেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে। তবে সফল কৃষক আন্দোলন পরিচালনার জন্য তাঁকে ব্যতিক্রম হিসেবে কেন্দ্রীয় কমিটিতে রেখে দেওয়া হতে পারে।

সেক্ষেত্রে তিনি পলিটব্যুরোতেও থাকবেন। তবে দীর্ঘ অসুস্থতার কারণে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। বাংলা থেকে কেন্দ্রীয় কমিটির বর্তমান মহিলা সদস্য রেখা গোস্বামী, মিনতী ঘোষ, অঞ্জু কররা সবাই কেন্দ্রীয় কমিটিতে নাও থাকতে পারেন।

Student Credit Card প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

খারাপ পারফরমেন্সের কারণে তাঁদের মধ্যে কাউকে কাউকে বাদ দিয়ে মীনাক্ষী মুখার্জি (Minakhshi Mukherjee), কনীনিকা ঘোষ বসুদের মধ্যে কাউকে কাউকে কেন্দ্রীয় কমিটিতে দেখা যেতে পারে।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক শমীক লাহিড়ী (Shamik Lahiri) ও ডিওয়াইএফআইয়ের (DYFI )প্রাক্তন রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের (Sayandip Mitra) কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার, ময়ূখ বিশ্বাস, শতরূপ ঘোষদের কেন্দ্রীয় কমিটির সদস্য করার দাবি আছে দলের অন্দরে। তবে শেষ পর্যন্ত কারা কারা সুযোগ পাবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

সম্পর্কিত পোস্ট