অচলাবস্থা আরজিকরে, ২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থার হুঁশিয়ারী কর্তৃপক্ষের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের আন্দোলন ও কর্মবিরতির জেরে অচলাবস্থা অব্যাহত। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আজ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইন্টার্নদের জানিয়ে দিতে বলা হয়েছে কাজে না এলে তা গরহাজিরা হিসাবে গণ্য করা হবে এবং সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
অরুণাচলেও বাড়ছে লাল ফৌজের প্রভাব, জানাল ভারতীয় সেনা
হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ও ডেপুটি সুপার জরুরি বিভাগ সহ হাসপাতালের বিভিন্ন বিভাগে ঘুরে গরহাজির জুনিয়র ডাক্তারদের তালিকা তৈরি করেছেন । সেই তালিকা স্বাস্থ্যভবনে পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য ওই হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মেডিক্যাল পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ আন্দোলনে নেমেছেন। এর প্রভাব পড়েছে পরিষেবায়। চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।