করোনায় মৃত্যুর হার অত্যাধিক, রয়েছে নজরদারীর অভাব- ফের রাজ্যকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

চিঠিতে তিনি বলেন,পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুহার ১৩.০২ শতাংশ। যা দেশের যে কোন রাজ্যের তুলনায় বেশি। এর থেকে স্পষ্ট রাজ্যে পর্যাপ্ত নমুনা পরীক্ষা হচ্ছেনা।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে করোনায় মৃত্যুর অত্যাধিক হার ও নজরদারীর অভাবের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফের রাজ্যকে চিঠি দিয়েছে।

রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে লেখা আজকের ওই চিঠিতে রাজ্যে আসা কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের রিপোর্টের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা রাজ্যে করোনা মোকাবিলার পরিকাঠামোর বিভিন্ন ফাঁক-ফোকর তুলে ধরেছেন।

চিঠিতে তিনি বলেন,পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুহার ১৩.০২ শতাংশ। যা দেশের যে কোন রাজ্যের তুলনায় বেশি। এর থেকে স্পষ্ট রাজ্যে পর্যাপ্ত নমুনা পরীক্ষা হচ্ছেনা।

পশ্চিমবঙ্গে লকডাউন বিধিনিষেধ সঠিকভাবে পালন করা হচ্ছে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তাঁর চিঠিতে উল্লেখ করেছেন। লকডাউন বলবত থাকা অবস্থায় বাজারে বিপুল জন-সমাগম দেখা গেছে। কলকাতা ও হাওড়ার বিশেষ কিছু স্থানে বিশেষ গোষ্ঠীর কিছু মানুষ লকডাউন বিধিনিষেধের তোয়াক্কা না করে রাস্তায় ঘুরে বেরিয়েছেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। লকডাউন কার্যকর করতে গিয়ে পুলিশকে মার পর্যন্ত খেতে হয়েছে।

শুধুমাত্র শ্রমিকরাই নন, ভিনরাজ্যে আটকে পড়া সকলকেই ফেরানো হবে স্ব-স্ব রাজ্যেঃ কেন্দ্র

কনটেনমেন্ট জোনগুলিতেও একই চিত্র দেখা গেছে। চিঠিতে ভাল্লা আরও লিখেছেন, পাহাড়ের জেলাগুলিতে নমুনা পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যাতে উপযুক্ত মানের PPE এবং N-95 মাস্ক পান, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

পাশাপাশি কোভিড সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধানে একটি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। ভারত সরকারের দিশা নির্দেশ মতো দরিদ্র এবং পরিযায়ী শ্রমিকদের দেখভাল করতে হবে বলেও স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন।

পাহাড়ের চা-শ্রমিকরা যাতে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পান, তা নিশ্চিত করার ওপর চিঠিতে জোর দিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট