বাংলা পুরোপুরি কালাজ্বর মুক্ত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলার বুক থেকে চিরতরে নির্মূল হল কালাজ্বর আতঙ্ক। রাজ্যে এখন প্রতি ১০ হাজার জনসংখ্যায় কালাজ্বর একজনেরও কম হচ্ছে। অর্থাৎ এখন বাংলা পুরোপুরি কালাজ্বর মুক্ত। এবার শুধু মাত্র আনুষ্ঠানিক সংশপত্র পাওয়ার অপেক্ষা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরেজমিনে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে সেই সংসাপত্র দেবে।সেজন্য তাদের প্রতিনিধিরা শীঘ্রই রাজ্যে আসছেন বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে। সূত্রের খবর এরাজ্যে কালাজ্বর সংক্রমণের সংখ্যা বিভিন্ন ব্লকে প্রতি এক লক্ষ জনসংখ্যাপিছু ১০ জন বা ১০ হাজারে একজনেরও কমে এসে ঠেকেছে।
উত্তরাখণ্ডে আটকে থাকা রাজ্যের পর্যটকদের নিরাপদে উদ্যোগী নবান্ন
গোটা বিষয়টি রাজ্য কেন্দ্রকে জানিয়েছে। এরপরই নিমূর্লীকরণের সিদ্ধান্তে সিলমোহর দেওয়ার আগে তথ্য হাতে-কলমে যাচাই করতে রাজ্য আসছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। সূত্রের খবর, কালাজ্বরের কারণ এক ধরনের প্যারাসাইট বা পরজীবী। গ্রামবাংলায় বেলেমাছির কামড়ে যা শরীরে বাসা বাধে।
বেলেমাছি খুবই ছোট, আলপিনের মাথার চেয়েও ক্ষুদ্রাকার। এই অসুখ হলে জ্বর সহজে কমতে চায় না। চেহারা কৃশ ও কালো হতে থাকে। চিকিৎসা না করালে রোগীর মৃত্যুও হতে পারে। এই বেলেমাছি মাটিতে শুলে তো কামড়ায়, আকারে খুব ছোট হওয়ায় মশারির ফাঁকও গলে যায়। তাই তক্তপোশ বা এক ধরনের বিশেষ নেট পেতে শুতে বলা হয়। বছরে সারা পৃথিবীতে নতুন করে ২০ লক্ষাধিক কালাজ্বর সংক্রমণের ঘটনা ঘটে। রোগের বলি হন ২০-৫০ হাজার মানুষ।