Bengal Night Curfew 2022 : রাজ্য জুড়ে প্রত্যাহার কোভিড বিধিনিষেধ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ দু-বছর পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজ্যে করোনার (Coronavirus) সমস্ত বিধিনিষেধ উঠে গেলো। করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় বৃহস্পতিবার থেকে সমস্ত বিধি নিষেধ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন(Nabanna)।

করোনার প্রকোপ কমতে শুরু করার পর থেকে ধাপে ধাপে সমস্ত বিধি-নিষেধ ( Night Curfew ) প্রত্যাহার করা হয়েছে। তবে এতদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল ছিল কড়াকড়ি। এই সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ও যান চলাচলে নিষেধাজ্ঞা ছিল।

 

Poila Baisakh 2022 : বাংলা নববর্ষ – বিভেদহীন মিলনের একটি দিন

Bengal Night Curfew

তবে এবার আর কোনও বিধিনিষেধই থাকছে না। আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য।করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলিয়ে ওঠার পর থেকেই দেশে নিম্নমুখী সংক্রমণ। এই পরিস্থিতিতে সমস্ত করোনাবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

দেশজুড়ে জারি থাকা মহামারী আইন প্রত্যাহার করে নেওয়া হয়।এবার সেই পথেই হাঁটল রাজ্য। তবে করোনার বিধিনিষেধ উঠলেও মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট