Bengal Poll: নানুরের তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য শুরু রাজনৈতিক চাপানউতোর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “দেশের সংখ্যালঘুদের একজোট করলে চার চারটে পাকিস্তান তৈরি হবে” । নানুরের তৃণমূল নেতার মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তাঁকেই হাতিয়ার করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

দক্ষিণবঙ্গের বসন্তের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। প্রচারে বেরিয়ে বিরোধী পক্ষের জন্যে এক ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছেন না কেউই। এরই মধ্যে  নানুরের তৃণমূল নেতা শেখ আলমের মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুনঃ Bengal Poll: ভোটের মুখে গান বাঁধলেন একগুচ্ছ তারকা

নানুরের বাসাপাড়া এলাকায় ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল নেতা বলেন, আমরা যারা সংখ্যালঘু, তাঁরা ৩০ শতাংশ। বাকি ৭০ শতাংশ নিয়ে ওরা গদিতে বসবে। আমরা ৩০ শতাংশ যদি একজোট হয়ে যাই তাহলে চার-চারটে পাকিস্তান তৈরি হবে।

 

ভাইরাল হওয়া ভিডিও টুইট করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা। অভিযোগ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করছেন ওই নেতা। একইসঙ্গে তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়েও প্রশ্নও করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা কি এরকম বাংলা চাই? তৃণমূল নেত্রীর এবিষয়ে অবস্থান স্পষ্ট করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিজেপি যেভাবে হিন্দু-মুসলমান ভাগের চেষ্টা করছে সেই প্রসঙ্গে ওই কথা বলা হয়েছে। এছাড়া আর কোনও উদ্দেশ্য ছিল না।

সম্পর্কিত পোস্ট