Bengal Poll: ভোটের মুখে গান বাঁধলেন একগুচ্ছ তারকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ বাড়ছে নির্বাচনী উত্তাপ। নির্বাচনী প্রচারে নেমে একে অপরকে তুলোধনা করছেন রাজনৈতিক দলের নেতারা। এর মাঝেই গান বাঁধলেন টলিউডের একাধিক তারকা। নাম দিলেন “নিজেদের মতে নিজেদের গান”।
সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন সুশীল সমাজ। এই গানের মাধ্যমেও এই বার্তা দিলেন তাঁরা। “তুমি সব ধরনের অঙ্ক পাকিস্তান দিয়ে গুণ করেছো। তুমি সবাইকে খুব রাগিয়ে নাছোড়বান্দা করে ছেড়েছ…”
গানটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। গানটিতে সুর দিয়েছেন শুভদীপ গুহ। গানে গলা মিলিয়েছেন অর্ক মুখার্জী, শুভদীপ গুহ, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, অনিন্দ চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, দেবরাজ ভট্টাচার্য, শম্পা বিশ্বাস, ঋতব্রত মুখার্জী, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং উজান চ্যাটার্জী।
যারা গলা মিলিয়েছেন তাঁরা ছাড়াও গানটিতে অভিনয় করেছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অরুণ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখার্জী, কৌশিক সেন, চন্দন সেন, দেবলীনা দত্ত, রেশমি সেন, পিয়া চক্রবর্তী, সানোরিতা গারু।
আরও পড়ুনঃ Bengal Poll: ২৪ ঘণ্টা পরেও দিলীপ ঘোষের মন্তব্যে বিজেপি নেতাদের নীরাবতা নিয়ে সরব তৃণমূল
“তোমার কোনও কথা শুনব আর। যথেষ্ট বুঝি কীসে ভালো হবে নিজেদের মতো ভাববো। আমি অন্য কোথাও যাবো না। আমি এই ভারতবর্ষে থাকবো”। কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়েছে সরকার। যা দেশের জন্য ‘কালো আইন’ বলে জানিয়েছেন বিরোধীরা। এই লাইনের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগেও একাধিকবার কেন্দ্রের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে মুখ খুলেছেন টলিউড তারকারা। কেউ আবার সরাসরি আক্রমণ শানিয়েছেন সরকারের বিরুদ্ধেও। একইভাবে ভোটের মুখে গান বেঁধে সাধারণ মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দিতে চাইলেন তাঁরাই।
যদিও এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের সময় বাম সরকারের বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছিলেন সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা। প্রতিবাদী মঞ্চে গান গেয়ে শাসকের বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন কবীর সুমনরা। একুশের নির্বাচনের আগে টলি তারকাদের বার্তা মানুষের কাছে সাড়া ফেলে দেওয়ার মতো।