করোনা ও আমফানে বিপর্যস্ত বাংলা, সাহায্যের হাত বাড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একদিকে করোনা অন্যদিকে আমফান। দুই আঘাতে বিধ্বস্ত বাংলার পাশে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ববিখ্যাত বেসরকারি ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড!

ইংল্যান্ডের এই বিখ্যাত ক্লাবের ফ্যান ক্লাব রয়েছে কলকাতায়। তাদের মাধ্যমেই পশ্চিমবঙ্গকে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যান ইউ, এমনটাই সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে নিজেদের ২৪০টা ফ্যান ক্লাবের মাধ্যমে বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ‘দ্য রেড ডেভিলস’ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

একটি বিবৃতিতে ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, গোটা বিশ্ব জুড়ে ফ্যান ক্লাবগুলির মধ্যে সাহায্য করা হবে বিভিন্ন শহরকে।

বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

করোনার সঙ্গে আমফান পরিস্থিতিকে মাথায় রেখে পশ্চিমবঙ্গকে অন্তত ৫০০ পাউন্ড টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

‘কলকাতা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ক্লাব’-এর প্রেসিডেন্ট ডঃ সৌম্য দাশগুপ্ত সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের ক্লাবের জন্য ৫০০ পাউন্ড অঙ্ক ধার্য করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫০ হাজার টাকার কাছাকাছি। এরপর আমাদের নিজস্ব ত্রাণ তহবিল করতে হবে। আমরা যত টাকার ত্রাণ সংগ্রহ করতে পারব, তার সমান অঙ্কের টাকা আরও পাঠাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ত্রাণের টাকা সংগ্রহ করতে।’

‘কলকাতা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ক্লাব’-এর সদস্যরা সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘হোপ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নেবেন তারা অর্থ সংগ্রহের ক্ষেত্রে। বর্তমানে করোনা ও আমফান পরিস্থিতি নিয়ে কাজ করে চলেছে সংস্থাটি। সরাসরি টাকা পাঠানো হবে এই সংস্থাকেই।

সম্পর্কিত পোস্ট