প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন প্রবীন পরিচালক৷ বৃহস্পতিবার সকাল দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে জীবনাবসান হয় বুদ্ধদেব দাশগুপ্তের।
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যার সঙ্গে চলছিল ডায়ালিসিস। সেইসঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
‘তাহাদের কথা’, ‘উত্তরা’ এবং ‘ ‘কালপুরুষ’ ছবির জন্য জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পেয়েছেন শ্রেষ্ঠ সম্মানও। বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘স্নাইফার’ ছবিতেদুই বলিউড তারকা মনোজ বাজপেয়ী এবং নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে অভিনয় করতে দেখা যায়।
বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন তিনি। বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যু চলচ্চিত্র জগতের জন্য বিরাট ক্ষতি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।