সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিল কেন্দ্রের, ক্ষুদ্ধ মমতার চিঠি মোদীকে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন।

চিঠিতে তিনি জানিয়েছেন, নেতাজি ও আইএনএ নিয়ে প্রস্তাবিত ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। চিঠিতে তিনি লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি হতবাক এবং ব্যথিত। এতে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে।

বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভুমিকা নিয়েছিল। তাই এই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলা মানুষে ব্যথিত হয়েছেন।’ কোনও কারণ না দেখিয়েই কেন্দ্র ট্যাবলো বাতিল করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বাংলার আপামর জনগণ মর্মাহত। ভারতের স্বাধীনতায় বাংলার অবদান অনস্বীকার্য। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য সামনে থেকে লড়াই করেছেন।

একশো দিনের প্রকল্প এবং আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর কথা মাথাতে রেখেই পশ্চিমবঙ্গের তরফে ‘নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী’ সহ ট্যাবলোয় শোভা পেত নেতাজির জাতীয় পতাকা উত্তোলন, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আজাদ হিন্দ বাহিনীতে তাঁর নানা মুহূর্তের ছবি দেওয়া সুসজ্জিত ট্যাবলো পাঠানোর কথা ছিল রাজ্যের। কিন্তু সেই বিষয়ে মৌখিক ভাবে বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রক। যা নিয়ে বেজায় ক্ষুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে বিগত দু’বছর বাংলার ট্যাবলো বাতিল করে দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের প্রচারের অজুহাত দেখিয়ে বাতিল করে দেওয়া হয় ট্যাবলো। এবার স্বয়ং নেতাজির ট্যাবলো বাতিল হওয়াতে ক্ষুদ্ধ বাংলার রাজনৈতিক মহল। এই বিষয়ের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বাংলার কৃষ্টি-সংস্কৃতির পক্ষে কেন্দ্রের এই সিদ্ধান্ত অসম্মানজনক। আমরা কেন্দ্রের কাছে ফের আবেদন জানাব, যাতে নেতাজিকে নিয়ে বাংলার ট্যাবলো কুচকাওয়াজে জায়গা পায়।’

সম্পর্কিত পোস্ট