Bharat Sebasram Sangha : কোভিড কাটিয়ে মাঘী পুর্নীমায় ফের ভক্ত সমাগম ভারত সেবাশ্রম সঙ্ঘে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারত সেবাশ্রম সঙ্ঘের ( Bharat Sebasram Sangha ) প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজের ১২৭ তম আবির্ভাব বর্ষ উপলক্ষে দীর্ঘ কোভিড পরিস্থিতি কাটিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে মাঘী পুর্নীমা উতসব। এ উপলক্ষে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের ( Bharat Sebasram Sangha ) প্রধান কার্যালয়ে সকাল থেকে দিনভোর চলে নানা অনুষ্ঠান।

সকাল থেকে পুজা পাঠ, ভোগ প্রসাদ বিতরন অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত,সন্নাসী ও স্বেচ্ছাসেবক অংশ নেন। সঙ্ঘের ( Bharat Sebasram Sangha ) প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রনবানন্দ মহারাজের দেখানো পথেই মানুষের সেবার মাধ্যমে সঙ্ঘকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সঙ্ঘের বর্তমান সন্নাসীরা।

Bharat Sebasram Sangha

গুরু মহারাজের আবির্ভাব তিথির আগেই কোভিড কিছুটা স্থিমিত হয়ে গেছে। তার পরেও সঙ্ঘ থেকে কোভিড বিধি মেনে চলতে এবছর সঙ্ঘ বিশেষ কোনো অনুষ্ঠান কর্মসুচী রাখেনি। তা সত্ত্বেও হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে এদিন স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানাতে।

সনাতন ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব। মাঘ মাসের পূর্ণিমা মাঘ মাসের পূর্ণিমা বিষ্ণুর আরাধনার জন্য বিশেষ দিন। এই তিথিতে স্নান, দান ও জপকে ফলদায়ী মনে করা হয়। দুর্গাপুরের ইসকনে রাধা কৃষ্ণের আরাধনা করা হয় বুধবার সন্ধ্যায়।

Duyare Sarkar Camp : প্রথম দিনেই সর্বাধিক আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে

শহর দুর্গাপুর সহ বিভিন্ন প্রান্তের বহু ভক্তের সমাগম হয় মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে। বিভিন্ন অনুষ্ঠান চলে। চলে রাধা কৃষ্ণ এবং জগন্নাথ দেব শুভদ্রা, বলরামদেবের আরাধনা। উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে এসেছেন দেবশ্রী শ্রীপাদ প্রভু এবং ইসকনের হারুগোপাল দাস। সন্ধ্যা থেকে হরিনাম সংকৃততনে মেতে উঠে ভক্তরা।

সম্পর্কিত পোস্ট