বাইডেনের জয়ের গন্তব্য আর সামান্য দুর
ভারতীয় সময়ে শনিবার সকালে সেই বার্তাই দিয়েছেন তিনি। সরকারীভাবে ঘোষণা না হলেও সংখ্যা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্যতা বলছে আমরাই জিতছি। সমর্থকদের উদ্দেশ্যে জানালেন বাইডেন।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মার্কিন প্রদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে? ঘোষণা না হলেও পরিসংখ্যান বলছে এই মুহুর্তে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে জো বাইডেন। ভারতীয় সময়ে শনিবার সকালে সেই বার্তাই দিয়েছেন তিনি। সরকারীভাবে ঘোষণা না হলেও সংখ্যা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্যতা বলছে আমরাই জিতছি। সমর্থকদের উদ্দেশ্যে জানালেন বাইডেন।
এই মুহূর্তে ২১৪ টি ইলেকটোরাল ভোট রয়েছে ট্রাম্পের কাছে। অন্যদিকে ২৫৩ টি ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এই মুহুর্তে পেনিসেলভানিয়াতে ২৮ হাজার ভোটে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক প্রার্থী। পেনিসেলভানিয়ার ২০ টি ইলেকটোরাল ভোট পেলেই ম্যাজিক ফিগার অতিক্রম করবেন বাইডেন।
পেনিসেলভানিয়া ছাড়াও অ্যারিজোনা, নেভাদায় এগিয়ে রয়েছেন বাইডেন। দ্য এসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুযায়ী, জর্জিয়াতে রিপাবলিকানদের থেকে প্রায় ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা।
এই মুহুর্তে ট্রাম্পের থেকে প্রায় ৪১ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা এবং পেনিসেলভানিয়াতে। যদিও জর্জিয়া এর ১৬ , নেভাদার ৬ এবং পেনিসেলভানিয়ার ২০ টি ইলেকটোরাল ভোটের দিকে তাকিয়ে রয়েছেন আমেরিকাবাসী। এখান থেকে ভোট পেলে হোয়াইট হাউস কার দখল থাকবে তা স্পষ্ট হয়ে যাবে।
একদিকে পেনিসেলভেনিয়ার ভোটে এগিয়ে থাকার পর জয়ের উচ্ছ্বাসে রাস্তায় নেমেছেন ডেমোক্র্যাট সদস্যরা। ভোট গণনা কেন্দ্রের বাইরে প্রতিটি ভোট গণনার জন্য আবেদন জানাচ্ছেন তাঁরা। অন্যদিকে বাইডেনের জয়ের ছবি পরিষ্কার হতেই একের পর এক অভিযোগ তুলছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জো বাইডেনের উচিত নয় এখনই প্রেসিডেন্ট হওয়ার মিথ্যা দাবী করা। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে ট্রাম্পের মন্তব্য, অনেক জায়গায় বড়ো বড়ো লিড ছিল। কিন্তু এখন সেই লিড উধাও হয়ে গেল।
বাইডেনের জয়ের পর রিপাবলিকানদের দাবী উইসকিনসনের ভোট আবার শুরু থেকে গুনতে হবে। পাশাপাশি মিশিগান, জর্জিয়া এবং পেনিসেলভানিয়াতে গণনা বন্ধ করার দাবী জানিয়েছেন রিপাবলিকানরা।