নতুন বছরে পুরীর জগন্নাথ মন্দিরে বড় ব্যবস্থা !

The Quiry Desk: পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না বলে মনে করা হচ্ছে। মন্দির দর্শনে শিশু, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের প্রথম দিন থেকেই এই নয়া ব্যবস্থা চালু করা হবে। পুরীর মন্দিরে নতুন ব্যবস্থা। পুণ্যার্থীদের দেবদর্শনের পথকে সুগম করতে নয়া সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। এই জন্য নাটমণ্ডপে তৈরি হচ্ছে বিশেষ র্যা ম্প।

মন্দিরের নতুন ব্যবস্থা তৈরির জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন সম্প্রতি একটি বৈঠক করেন কর্তৃপক্ষের সঙ্গে। সেখানে এই নতুন ব্যবস্থা কেমন হতে চলেছে, পুণ্যার্থীরা কীভাবে ভেতরে প্রবেশ করবেন ? তাঁদের কোনও অসুবিধা যাতে না হয় তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাড়হী জানিয়েছেন, “প্রভুর দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ওড়িশা ব্রিজ অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড এই কাজ করছে। নতুন বছরের আগে কাজ শেষ হয়ে যাবে।”

২০২৫ সালের পয়লা জানুয়ারি থেকে পুণ্যার্থীরা এই ব্যবস্থার সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এদিকে, মন্দিরের রত্নভাণ্ডারের কাজ চলছে। তবে সেই কাজের উপর কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। তিনমাসের মধ্যে রত্নভাণ্ডারের কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন মন্দিরের প্রধান প্রশাসক।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *