BIG BREAKING – পরাজিত শুভেন্দু, নন্দীগ্রামে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কাউন্টডাউন শেষ। নন্দীগ্রামে শেষ হাসি হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২০০ ভোটে পরাজিত শুভেন্দু অধিকারী।
২০১৯ সালের পর থেকে বিজেপির লক্ষ্য ছিল বাংলা দখল। ২০২০ সালের কোভিড মহামারীর পর শুভেন্দু অধিকারীর দলত্যাগ চিন্তার ভাঁজ ফেলে দেয়। বিপুল কর্মী-সমর্থক ও বিধায়কদের সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু।
তারপরের ইতিহাস সকলের জানা। ৫০ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যাকে হারানোর চ্যালেঞ্জ নেন শুভেন্দু। নাহলে রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছিলেন তিনি। প্রথমদিকে গণনায় শুভেন্দু এগিয়ে থাকলেও শেষরক্ষা হল না। ১২০০ ভোটের ব্যবধানে গণদেবতার রায়ে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১১ সালে বাংলায় পরিবর্তনের লক্ষ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সিঙ্গুর ও নন্দীগ্রাম। ২০২১ এর নির্বাচনেও সেই ফ্যক্টর নন্দীগ্রাম বজায় থাকল।
শুরু থেকে আত্মপ্রত্যয়ী মমতা জানিয়েছিলেন নন্দীগ্রাম কখনো মিরজাফরকে মেনে নেবে না। প্রতিবাদে গর্জে উঠলও নন্দীগ্রাম। ব্যবধান কম হলেও এখন নন্দীগ্রামের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ আবিরে রাঙিয়ে গেছে নন্দীগ্রামের আকাশ।
যদিও নন্দীগ্রামের ফলাফল নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ ১০ বছর ধরে তৃণমূলে থেকে সবরকম সুবিধা ভোগ করে ভোটের মুখে দলত্যাগ মানুষ ভালভাবে নেয়নি। সেইসঙ্গে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে আক্রমণ করে তিনি উত্থান করেছিলেন একাধিক প্রশ্নের। যার উত্তর খুঁজতে গেলে হয়ত, নিজেকেই কাঠগড়ায় তুলতে হত শুভেন্দুকে।