প্রচারে ফিরেছেন লালু, কংগ্রেসের হয়ে প্রথম প্রচার কানহাইয়ার, বিহারে বিগ ফাইট

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচনের লড়াই। সারা দেশে ২৯ আসনে লড়াইয়ে নেমেছে প্রতিটি রাজনৈতিক দল। সবথেকে বেশী নজর রয়েছে বিহারে। কারণ, সাড়ে ছয় বছর পর পাটনায় ফিরে উপনির্বাচনের প্রচারে নেমেছিলেন লালু প্রসাদ যাদব। সেইসঙ্গে শিবির বদলের পর প্রথমবার প্রচারে নেমেছিলেন কানহাইয়াও।

বিহারের দুটি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। জেডিইউয়ের দুই বিধায়কের মৃত্যু পর তারাপুর এবং কুশেশ্বর আস্থানে চলছে উপনির্বাচন৷ গত বছরের নির্বাচনের নিরিখে দুটি আসনেই এগিয়ে রয়েছে নীতিশ কুমারের দল। কিন্তু জমি ছাড়তে নারাজ বিরোধী পক্ষ। বরং লড়াইয়ে নেমে একে অপরের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে আরজেডি-কংগ্রেস।

বিহারে কংগ্রেস এবং আরজেডির যে দুরত্ব অনেকটা বেড়েছে তা এখানেই প্রমাণিত হয়ে গেছে৷ সেই দুরত্ব যে কতটা তা আঁচ পাওয়া যাচ্ছে প্রথমবার আরজেডি দারভাঙ্গা জেলার কুশেশ্বর আস্থান আসনে প্রার্থী দেওয়ার পরেই।

লড়াই সম্মুখ সমরে। তাই কসুর কম করেননি কোনও পক্ষই। প্রচারে নেমে ঝড় তুলেছেন লালু প্রসাদ যাদব। বাবার সঙ্গে ছেলে তেজস্বীর দাবী দুই আসনে জিতলেই ক্ষমতা বদল হবে বিহারে। এরই মধ্যে নতুন দলে চমক এনেছেন কানহাইয়া কুমার। সাইলেন্ট প্লেয়ার নীতিশও জায়গা ছাড়ছেন না। সব মিলিয়ে অক্টোবরের শেষে পড়শি রাজ্যের রাজনৈতিক উত্তাপেও গা ঘামাচ্ছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট