বড়সড় সাফল্য বারাসাত জেলা পুলিশের, প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৮

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বারাসাত জেলা পুলিশের উল্লেখযোগ্য সাফল্য। উত্তর ২৪ পরগণা জেলায় প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আট জনকে। পাশাপাশি পুলিশি অভিযানে একাধিক বাইকও উদ্ধার করা হয়েছে।

বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানান, পুলিশ জাল গুটিয়ে আনছে। আগামীতে আরো নটি বাইক এবং দেড়শোর কাছাকাছি মোবাইল উদ্ধার সময়ের অপেক্ষা বলে জানান পুলিশ সুপার।

গত এক সপ্তাহ ধরে বারাসাত জেলা পুলিশ বারাসাত পুলিশ জেলা জুড়ে অভিযান চালিয়ে সমাজ বিরোধীদের পাকড়াও করার পাশাপাশি প্রচুর সংখ্যায় আগ্নেয়াস্ত্র, বাইক, মোবাইল উদ্ধার করে।

দত্তপুকুর থানা এলাকায় আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যাদের অনেকেরই যোগসূত্র তোলাবাজির সঙ্গে। পাঁচটি অস্ত্রের মধ্যে দুটি আগ্নেয়াস্ত্র সেমি অটোমেটিক। উদ্ধার হয়েছে সতেরো রাউন্ড গোলা বারুদ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/royal-bengal-is-coming-to-the-boxer-afterr-monsoon/

দেগঙ্গা থানা এলাকায় হদিশ মিলেছে বাইক পাচার চক্রের। পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানান, সম্প্রতি ধৃত পাঁচ বাইক পাচার কারী তেরোটি বাইক চুরির বিষয়টি স্বীকার করে নিয়েছে।

পুলিশ সুপার এও জানিয়েছেন,জেলা পুলিশ এক মোবাইল চুরির ৱ্যাকেটের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ১৫০ টি মোবাইল উদ্ধারের দিকে অনেকটাই সফলতা পেয়েছে। ফলে বারাসাত জেলা পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র ও বাইক চুরির ৱ্যাকেটের পাশাপাশি মোবাইল চুরির ৱ্যাকেট কে খুঁজে বার করার বিষয়ে কার্যত পেতে চলেছে সাফল্য।

সম্পর্কিত পোস্ট