নভেম্বরেই বিহার বিধানসভা নির্বাচন, জল্পনা আসন ভাগ নিয়ে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নভেম্বরেই হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচন। তার আগে কে কোন আসনে লড়বে তা নিয়ে প্রশ্ন এখন বিহারের রাজনীতিতে। তবে সম্ভবত ১১৫-১২৮ ফর্ম্যাটে আসন ভাগ করবে জেডিইউ এবং বিজেপি।
সেক্ষেত্রে লোকদল জনশক্তি পার্টি এবং হিন্দুস্থানী আওয়াম মোর্চার কি হবে? জনতা দল ইউনাইটেডের একাংশের মতে, বিধানসভা নির্বাচনে ১১৫ টি আসনে লড়তে চায় জেডিইউ।
সেখান থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধানসভায় লড়াই করবে জীতেন রাম মাঞ্জির দল। বাকি ১২৮ টি আসনে লড়াই করবে বিজেপি। সেখান থেকে আসনে ভাগ বাটোয়ারা করবে চিরাগ পাসোয়ানের লজপা।
২০১০ সালে বিজপির সঙ্গে জোটে ১১৫ আসন বরাত পেয়েছিল জেডিইউ। ২০১৫ সালে এনডিএ মিলিত সরকারে ১০১ টি আসনে লড়াই করতে হয় নীতিশ কুমারের দলকে। তাই এবারেও ১১৫ টি আসনে লড়তে চাইছে তারা।
বিজেপি নেতৃত্বের কথায়, বিহার বিধানসভার আসন বন্টন নিয়ে দিল্লিতে বিজেপি এবং জেডিইউয়ের শীর্ষদলীয় বৈঠক শুরু হয়েছে। এই মুহুর্তে কে কত আসনে লড়বে সেটা বলে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে লোকসভা নির্বাচনে যেভাবে আসন বন্টন হয়েছিল সেভাবেও হতে পারে।
লোকসভা নির্বাচনে পাঁচ সাংসদের আসন ছেড়ে দিয়েছিল জেডিইউ। এবার বিজেপির তা ফিরিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/harsimrat-kaur-badal-quits-modi-government-over-farm-bills/
তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ শরীক লজপার জন্য বরাদ্দ আসন নিয়ে এনডিএ শিবিরে যে কালো মেঘ জমেছিল তা স্পষ্ট হয়েছে কি না বলা যাচ্ছে না।
কারণ জেডিইউয়ের সঙ্গে মতবিরোধের কারণে বিধানসভায় ১৪৩ টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল চিরাগ পাসোয়ানের দল। সেই সিদ্ধান্তে কি এখনও অটল রয়েছেন রামবিলাস পুত্র?
বিজেপির একাংশের মতে, লজপার সঙ্গে বিজেপির নেতৃত্বের নিয়মিত কথা হচ্ছে। যতদ্রুত সম্ভব সমস্যা কাটিয়ে নাম ঘোষণা করবে দলগুলি।
তবে দু পা পিছিয়ে আরজেডির প্রার্থী তালিকা দেখেই ঘোষণা করতে চাইছে বিজেপি এবং শরীক দলগুলি। আগামী মাসেই এই ছবি স্পষ্ট হয়ে যাবে বলে মত রাজনৈতিক দলগুলির।