৭৮ টি আসনে বিহারের অন্তিম দফার নির্বাচন

দ্য কোয়ারি ডেস্ক: বিহার বিধানসভার অন্তিম দফার লড়াই। ৭৮ টি আসনে হবে লড়াই। মোট ভোটার সংখ্যা ২.৩৫ কোটি। গত দুই দফায় পড়শি রাজ্যের কুর্সি দখলের লড়াইয়ে ভোট দিয়েছেন ৫৩.৭৯ শতাংশ মানুষ।
মূলত সীমাঞ্চল ঘেঁষা এলাকাগুলিতে হবে নির্বাচন। ইতিমধ্যেই এটাই শেষ বিহার নির্বাচন বলে উত্তাপ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহার, পুর্ণিয়া, মাধেপুর, মধুবনী, দারভাঙ্গা, মুজাফরপুর সহ ৭৮ টি আসনে লড়াই একেবারে টক্করে টক্করে হবে তা বলার অবকাশ থাকে না।
শেষ দফার ১৬ টি আসনে প্রার্থী দিয়ে জল্পনা বাড়িয়েছেন মিম প্রধান আসাদ্দুদিন ওয়েইসি৷ এর ফলে মহাজোটের ভোট কাটার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুর্ণিয়া, আরারিয়া এবং কাটিহারে কঠিন লড়াই দিতে চলেছে এনডিএ শিবির।
৭৮ টি বিধানসভার মধ্যে উল্লেখ্যযোগ্য প্রার্থী হিসাবে রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপি মন্ডলের নাতি নিখিল মন্ডল। এবার নীতিশের জেডিইউয়ের টিকিটে মাধেপুরা আসন থেকে লড়াই করবেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/coach-hawass-made-it-to-mohun-bagan-before-isl/

 

বেনিপট্টির বিজেপি প্রার্থী বিনোদ নারায়ন ঝাঁ কেও তারকা প্রার্থী হিসাবে ধরা হচ্ছে। মুজ্জাফরপুরের বিজেপি প্রার্থী সুরেশ শর্মা। এছাড়াও সোপালের এনডিএ প্রার্থী বিজেন্দ্র যাদব এবং নরেন্দ্র নারায়ন যাদব শনিবারের ভোটে উল্লেখযোগ্য প্রার্থী হিসাবে লড়বেন।
এছাড়াও মহাজোটের উল্লেখযোগ্য প্রার্থী হিসাবে থাকছেন ভক্তিয়ারপুরের আরজেডি প্রার্থী মুকেশ সাহানী। মধেপুরা জেলার বিহারীগঞ্জ আসনে লড়াই করবেন শরদ যাদবে কন্যা সুহাসিনী রাজ। সুহাসিনীর প্রচারে এসে আলাদা করে ভোট চেয়েছেন রাহুল গান্ধী। তাই তাঁর ওপরেও রাজনৈতিক মহলের বিশেষ নজর থাকবে।

সম্পর্কিত পোস্ট