স্বাস্থ্যবিধি মেনেই সম্পন্ন ভোট গণনা প্রস্তুতি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাত পোহালেই পড়শি রাজ্যের শুরু হতে চলেছে ভোট গণনা। নীতিশ কুমার নাকি তেজস্বী যাদব কে হবেন বিহার প্রদেশের কুর্সির হকদার? অন্যদিকে কোভিড নিয়ে আশঙ্কা রয়েছে সারা বিশ্ব জুড়ে। এরই মধ্যে দেশের মধ্যে এই প্রথম ভাগ্য নির্ধারন হতে চলেছে বিহারের।
স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। বাল্মীকিনগর লোকসভা আসনেও মঙ্গলবার গণনা হবে। ৩৮ টি জেলার ২৪৩ টি বিধানসভা আসনের জন্য ৫৫ টি গণনাকেন্দ্র খোলা হয়েছে। গণনার জন্য ৪১৪ টি হলের আয়োজন করা হয়েছে। ৩,৭৫৫ জন প্রার্থ্বারভাগ্য নির্ধারন মঙ্গলবার। করোনা আবহে দূরত্ব বিধি মেনে এক একটি হলে রাখা হচ্ছে ৭ টি টেবিল।
গণনাকেন্দ্রে প্রবেশের জন্য মাস্ক জরুরী। সেইসঙ্গে গণনাকেন্দ্রে রাখা হবে স্যানিটাইজারও। সকাল ৮ টা থেকে শুরু হবে গণনা। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে ১৯ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। গণনা কেন্দ্রের বাইরে লাগু ১৪৪ ধারা।
সারা বিশ্বে কোভিড মহামারীর মধ্যেই ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছিল বিহার বিধানসভার নির্বাচন। ৭ নভেম্বর অবধি তিন দফার নির্বাচনের পর ১০ নভেম্বর নির্বাচনী ফলাফল ঘোষণা। তিনি দফায় ভোট পড়েছে ৫৭ শতাংশের কাছাকাছি।
৪০ থেকে ৬০ পরিযায়ী শ্রমিকের ঘরফেরা, বিহারের বন্যা এবং বেকারত্ব ইস্যু বদলে দিতে পারবে কি বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ? পালা বদল করে ক্ষমতায় এবার মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব নাকি এনডিএ জোটের মুখ নীতিশ কুমার?