নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ ঘিরে জল্পনা, মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিহারে জেডিইউয়ের যা পরিস্থিতি তাতে মুখ্যমন্ত্রী পদের জন্য নীতিশ কুমারের সরে দাঁড়ানো দরকার। বিহার এনডিএ শিবিরে এই জল্পনা তুঙ্গে। এনডিএর জয় হলে তবে কি মুখ্যমন্ত্রী পদেই থাকবেন নীতিশ কুমার? এই প্রশ্নের জল্পনা বাড়িয়ে নীতিশ কুমারের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি এবং বিহার বিজেপির ইনচার্জ ভুপেন্দ্র যাদব। সূত্রের খবর, এই মুহূর্তে উপস্থিত হয়েছে বিহারের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মঙ্গল পান্ডে।

এই মুহুর্তে বেশ নজর কেড়েছে বিহারের নির্বাচন গণনা পর্ব। বিজেপিকে পিছনে ফেলে এই মুহুর্তে বিহারের একক বৃহত্তম দল হিসাবে এগিয়ে এসেছে আরজেডি। ম্যাজিক ফিগার পার করবেন মহাজোট। আশাবাদী জোটের দলীয় নেতারা। আরজেডি নেতা মনোজ ঝাঁ বলেন, কাটিহার, পারিহার, ত্রিবেদীগঞ্জ, খাগারিয়া সহ ৯ টি আসনে জয়লাভ করেছে আরজেডি। তিনি আরও বলেন, আর মাত্র কিছু সময়ের জন্য মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার।

অন্যদিকে ব্যাপক পরিমাণে নির্বাচনী লড়াইয়ে হার হয়েছে জেডিইউয়ের। মাত্র ৩৯ টি আসনে এগিয়ে রয়েছে নীতিশ কুমারের দল। এর পিছনে লজপা রয়েছে কিনা এখনই বলা সম্ভব নয়। তবে ভোট কাটাকুটির খেলায় এবারে সামনে থেকে লড়াই করেছে আসাদুদ্দিন ওয়েইসির এআইএমআইএম। পাঁচটি আসনে এগিয়ে রয়েছেন তাঁরা।

এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল রয়েছে বাম দলগুলির। এখনও অবধি ১২ টি আসনে এগিয়ে রয়েছে সিপিআই (এম এল), সিপিআই রয়েছে ৩ টি আসনে এগিয়ে, সিপি(আই)এম রয়েছে ৩ টি আসনে এগিয়ে।

মধ্যরাত অবধি চলতে পারে ভোট গণনা। বিহারের উত্তরসূরি কে হবে? এখনই বলা সম্ভব নয়।

সম্পর্কিত পোস্ট