শক্তি প্রদর্শনে বাবার স্মৃতিতে মিছিলের আহ্বান চিরাগের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্ষমতার প্রয়োগ এবং ক্ষমতার প্রদর্শন৷ সত সমবার থেকে এলজেপি শিবিরে কাকা ভাইপোর যে অন্তঃদ্বন্দ্ব শুরু হয়েছে তাতে সুর সপ্তমে চড়ালেন চিরাগ পাসোয়ান। কাকা পশুপতির বিরুদ্ধে মোক্ষম চাল চেলে এবার বাবা রামবিলাস পাসোয়ানের স্মৃতিতে মিছিলের আহ্বান জানালেন তিনি। এটাকে ক্ষমতার প্রদর্শ বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
রবিবার পাসোয়ান শিবিরের বৈঠকের পর স্থির হয়েছে, তাঁরা প্রয়াত রামবিলাস পাসোয়ানের জন্য ভারতরত্ন সম্মানের দাবী করবেন। শুরু থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন পশুপতি পারস। তিনি জানিয়েছেন, এসব বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
এদিন বৈঠকের পর চিরাগ পাসোয়ান বলেন, মহাভারতের যুদ্ধ শুরু হয়েবগেল৷ দলের শুধুমাত্র দিল্লি এবং জম্মু-কাশ্মীর ছাড়া ওয়ার্কিং কমিটির ৯০ শতাংশ সদস্য তাঁর সঙ্গে রয়েছে। শুধুমাত্র ৯ জন ওর সঙ্গে রয়েছে৷ তাঁদের জিজ্ঞাসা করুন কতজন তাঁদের ওয়ার্কিং কমিটিতে রয়েছে?
এক নেতা এক পদ এই নীতিকে সমর্থন জানিয়েছে পশুপতি শিবির। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঁচ সদস্যের সমর্থন নিয়ে সংসদীয় দলনেতা হয়েছেন পশুপতি। পদ হারিয়েছেন চিরাগ। কিন্তু কাকার বিরুদ্ধে অবিরাম রণহুঙ্কার দিয়ে চলেছেন রামবিলাস পুত্র৷
বাতিল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, সোমবারই কলকাতায় এসে তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের বিজেপি সভাপতির
কার্যকরী সভাপতি পদে বসানো হয়েছে সুরাজ ভান সিংকে। বিহারের সভাপতি পদে রাইট হ্যান্ড রাজু তিওয়ারিকে বসাতে চান চিরাগ। জেডিইউ এই আগুন ধরালেও চিরাগের ওপরেই ভরসা রাখছে বিজেপি। অন্যদিকে, চিরাগের জন্য সমর্থন জানিয়েছে আরজেডিও। কারণ, চিরাগের এই আগ্রাসী রাজনৈতিক মনোভাবকে সমর্থন করছেন পাসোয়ানরা। যা পশুপতির কাছে নেই বলে মনে করছেন অনেকেই।
ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীপদে নিজের জায়গা হয়েছে বলে প্রচার করছেন পশুপতি৷ কিন্তু পিতা রামবিলাসের পর সেই পদ চিরাগের পাওয়ার কথা বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এবিষয়ে একাধিক বৈঠকের পরেও রহস্যভেদ করতে পারেননি বিজেপি নেতারাই। আপাতত শীর্ষ নেতৃত্বের দিকে তাকিয়ে সকলেই।