#BiharElection :তিন দফায় হবে এবারের নির্বাচন, ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিহার বিধানসভার নির্বাচনের সময়সুচী ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর তিন দফায় হবে নির্বাচন। আগামী ১০ নভেম্বর নির্বাচনী ফলাফল ঘোষণা।
তিন দফায় হবে এবারের নির্বাচন। প্রথম দফায় ১৬ টি জেলার ৭১ টি আসনে হবে নির্বাচন। দ্বিতীয় দফায় ১৭ টি জেলার ৯৪ টি আসনে হবে নির্বাচন। তৃতীয় দফায় ১৫ টি জেলার ৭৮ টি আসনে নির্বাচন হবে বলে জানালেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনা মোতায়েন করা হবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের নির্বাচন কম দফায় করা হবে।
Bihar to vote in 3 phases on 28th October, 3rd and 7th November; results on 10th November, announces Election Commission #BiharPolls pic.twitter.com/8KpZBkv0V4
— ANI (@ANI) September 25, 2020
নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্বাচনী অফিসাররা উপস্থিত থাকবেন। কোথাও পরিকাঠামোর অভাব থাকলে নির্বাচন স্থগিত করা হতে পারে। বিশেষভাবে সক্ষম ভোটারদের কথা মাথায় রেখে একতলায় ভোট কেন্দ্রের ব্যবস্থা করার নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশন।
নির্বাচনী প্রচারে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যাতে না হয় তা তদারকি করার জন্য নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রয়োজনে কঠিন ব্যবস্থা নিতে হবে। এমনটাই জানালেন তিনি।
২৯ নভেম্বর শেষ হচ্ছে বিহার বিধানসভার মেয়াদ। ২৪৩ টি আসনের মধ্যে হবে বিহার বিধানসভার লড়াই। যার মধ্যে এসসি এবং এসটির জন্য বরাদ্দ করা হয়েছে ৩৮ টি আসন। জানালেন মুখ্যনির্বাচন কমিশনার সুনীল আরোরা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/waqf-board-will-give-house-to-imam-moazzem-mamata/
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধির ভোট কেন্দ্রে কথা মাথায় রেখে ৭ লক্ষ হ্যান্ড স্যানিটাইজার ইউনিট, ৪৬ লক্ষ মাস্ক, ৬ লক্ষ পিপিই কিট, ৬.৭ লক্ষ ফেস শিল্ড এবং ২৩ লক্ষ হ্যান্ডগ্লাভসের ব্যবস্থা করা হয়েছে। ভোটারদের জন্য ৭.২ কোটি ওয়ান টাইম গ্লাভসের ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্যের কথা মাথায় রেখে ভোট দানের সময় বাড়ানো হয়েছে। সকাল ৭ টা থেকে বিকেল ৫ টার পরিবর্তে সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা অবধি ভোট দিতে পারবেন ভোটাররা।
যেসমস্ত কোভিড রোগী কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা শেষ দিন অবধি ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে ভোট হবে। পোস্টাল প্রক্রিয়া ছাড়াও বিশেষ ব্যবস্থার কথা জানালেন মুখ্যনির্বাচন কমিশনার সুনীল আরোরা।
নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই মডেল কোড অব কন্ডাক্ট চালু হবে। যা নিয়ে বিস্তারিতভাবে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।