Bikash Ranjan Bhattacharya : SSC দুর্নীতিতে পার্থ নয়, জড়িত মমতাঃ বিকাশরঞ্জন ভট্টাচার্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) না জড়িত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নিজে চাকরিপ্রার্থীদের কাছে গিয়ে বলেছিলেন সবাই চাকরি পাবে। তবে তাদেরকে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করতে হবে। মঙ্গলবার Barasat এ এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বামনেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ( Bikash Ranjan Bhattacharya )।

মঙ্গলবার বারাসাত আদালতে আইনজীবীদের তরফ একটি রক্তদান শিবিরের ( Blood Donation Camp ) আয়োজন করা হয়। সেখানে যোগ দিতে এসেছিলেন তিনি। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

সাফ জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে দুর্নীতি হচ্ছে। যে সমস্ত কাগজপত্র আমরা হাইকোর্টে জমা দিয়েছি তাতে দেখা যাচ্ছে যারা পরীক্ষায় বসার নেতারা পর্যন্ত চাকরি পেয়েছেন। দুর্নীতি ছাড়া এগুলোকে অন্য কিছুই বলা যায় না।

Partha Chatterjee : SSC মামলায় বিপাকে পার্থ, বুধবারের শুনানিতে নির্ভর করছে ‘গ্রেফতারির’ ভবিষ্যত

Bikash Ranjan Bhattacharya

শুধু তাই নয় এদিন তিনি ( Bikash Ranjan Bhattacharya ) সরব হয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায়, “এ রাজ্যে চরম অগণতান্ত্রিক সরকার রয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। এ রাজ্যে ঘটে চলা একের পর এক দুর্নীতিতে শাসক দলের নেতারা জড়িত। যার কারণে নিরপেক্ষ তদন্ত করতে পারছে না পুলিশ প্রশাসন।”

উল্লেখ্য এদিন তিনি দার্জিলিঙে অমিতাভ মালিক খুনের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। তাঁর কথায় অমিতাভ মালিককে যারা হত্যা করেছিল তারা শাসক ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। এক্ষেত্রেও প্রশাসন ব্যর্থ নিরপেক্ষ তদন্ত করতে।

এখানেই থেমে থাকেনি বাম নেতা ও বর্ষীয়ান আইনজীবী ( Bikash Ranjan Bhattacharya )। দুটি কেন্দ্রের উপনির্বাচন নিয়েও শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তাঁর সংযোজন, ভোটের ফল কি হবে তা বলা মুশকিল তবে সকাল থেকে যেভাবে শাসক শিবির ময়দানে নেমেছে ভোট লুঠ করতে, তা গণতন্ত্রের পক্ষে মোটেই ভালো নয়। তবে এবার জনগণ শাসক দলকে রুখে দিয়েছে সে চিত্র আমরা দেখেছি দুটি কেন্দ্রে।

সম্পর্কিত পোস্ট