বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বালুরঘাটের বাদামাইল এলাকা
সোমবার রাতে হিলির দিক থেকে একটি মোটরবাইকে ফিরছিল তিনজন। পথে বাদামাইলে নির্মীয়মান একটি ছোট সেতুতে ধাক্কা মারে বাইকটি।
দ্য কোয়ারি ডেস্ক- বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বালুরঘাটের ৫১২ নম্বর জাতীয় সড়কের বাদামাইল এলাকা ।
রাস্তায় কাঠ ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ঠিকাদার সংস্থার গাড়ি ভাঙচুর করে আগুন লাগায় জনতা।
ঘটনার জেরে মঙ্গলবার বালুরঘাট- ত্রিমোহিনী পর্যন্ত জাতীয় সড়কের কাজ বন্ধ রাখে কতৃপক্ষ ।
দুর্ঘটনার জেরে উত্তপ্ত বালুরঘাট
জানা গিয়েছে, সোমবার রাতে হিলির দিক থেকে একটি মোটরবাইকে ফিরছিল তিনজন। পথে বাদামাইলে নির্মীয়মান একটি ছোট সেতুতে ধাক্কা মারে বাইকটি।
ছিটকে ১০ ফিট নীচে গর্তে পরে বাইক আরোহীরা । ঘটনাস্থলে মৃত্যু হয় মলয় দাস(৩২) নামে এক বাইক আরোহী ।
গুরুতর জখম হন অন্য দুই বাইক আরোহী আলিফ শিকদার(৩০) এবং পাপ্পু সরকার(১৯) ।
আরও পড়ুন : স্কুল ছাত্রকে অপহরণের দায়ে গ্রেফতার টোটো চালক
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এই দুইজন । এদিকে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বালুরঘাটের বাদামাইল এলাকা ।
ক্ষুব্ধ জনতা ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাস্তায় কাঠ ফেলে তাতে আগুন লাগিয়ে দেয়।
এমনকি জাতীয় সড়ক সম্প্রসারণকারী ঠিকাদার সংস্থার ৩টি গাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট সার্কেল ইন্সপেক্টর সুকুমার মিশ্র, ডিএসপি সদর ধীমান মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী।
দমকল কর্মীদের প্রচেষ্টায় প্রায় ঘন্টা খানেক পর আগুন আয়ত্তে আসে। রাতেই পুলিশ মৃতদেহটি সেতুর গর্ত থেকে উদ্ধার করে তা বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় । এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি ।
দুর্ঘটনার জেরে উত্তপ্ত বালুরঘাট,অভিযোগ ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে
তবে, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহলদারি চলছে। নির্মীয়মান সেতুর সামনে বিপজ্জনক পরিস্থিতি থাকলেও সেখানে ব্যারিকেড বা সতর্কমূলক কোনো ব্যবস্থা না রাখার কারণে এই দূর্ঘটনা বলে অভিযোগ।
এই ব্যাপারে জাতীয়সড়ক কতৃপক্ষ ও ঠিকাদার সংস্থাকেই দায়ী করা হয়েছে । বিষয়টি নিয়ে গ্রামবাসীরা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারী স্থানীয় বাসিন্দা দ্বিজেন মোহন্ত বলেন, নির্মীয়মান সেতুর দুপাশে বড় গর্ত থাকলেও কোনোরকম নিরাপত্তা নেই।
তারা সেই জায়গাতে সতর্কীকরণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে জানিয়েছেন । কিন্তু তারপরে তারা সেই ব্যাপারে নজর না দেওয়ায় দূর্ঘটনা ঘটেছে।
জাতীয় সড়ক সম্প্রসারণকারী ঠিকাদার সংস্থার গাফিলতি কারণেই এমন দুর্ঘটনা এর আগেও ঘটেছে।
অন্যদিকে ডিএসপি সদর ধীমান মিত্র জানান, বাদামাইলে জাতীয় সড়কের উপর একটি ব্রিজ তৈরি হচ্ছিল। সেখানেই পথ দুর্ঘটনা ঘটে।
পুরাে ঘটনাটি তারা খতিয়ে দেখেছেন।