রেল অবরোধে আটকে পড়ে সড়কপথে শিলিগুড়ি ফিরছেন বিমল গুরুং

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আদিবাসীদের ডাকা রেল অবরোধে ব্যাহত ট্রেন চলাচল। রবিবার সকাল ৬টা আদ্রা ডিভিশনে ঝাড়খণ্ড দেশম পার্টির ডাকে শুরু হয় রেল রোকো আন্দোলন । আজমনগরে আটকে রয়েছে দূরপাল্লার বেশ কিছু ট্রেন। বিকেল ৩ টে অবধি আদ্রা ডিভিশনে অবরোধ চলবে বলে জানা গিয়েছে।

আদিবাসী সরনা ধর্মের স্বীকৃতির দাবীতে এদিন উত্তরবঙ্গের একাধিক স্টেশনে চলে অবরোধ। অভিযোগ, কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন করা সত্ত্বেও স্বীকৃতি দেওয়া হয়নি। এদিন মালদহ গাজোলের আদিনা স্টেশনে রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে ঝাড়খন্ড দেশম পার্টি। বেশ কিছু সময় ধরে রেললাইনের ওপরেই চলে বিক্ষোভ।

আরও পড়ুনঃ চোরের মায়ের বড় গলা ! নাম না করে রাজীবকে কটাক্ষ অরূপের

পুরুলিইয়া কাঁটাডি স্টেশন অবরোধ করেন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রেল লাইনের ওপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এর ফলে সমস্যায় পড়তে হয়েছে পিএসসি পরীক্ষার্থীদের। নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণার জন্য পিএসসি দফতরের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

এরই মধ্যে রবিবার প্রায় সাড়ে তিন বছর পর উত্তরবঙ্গে ফিরছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। তৃণমূলে যোগ দেওয়ার পর বিমল গুরুংয়ের উত্থানকে ঘিরে শিলিগুড়িতে বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার উদ্যোগে।

কিন্তু উত্তরবঙ্গে আদিবাসীদের রেল রোকো আন্দোলনের কারণে আজমনগরে আটকে রয়েছে বিমল গুরুংয়ের ট্রেন। সেখান থেকে পুলিশি নিরাপত্তা বলয়ে সড়কপথে শিলিগুড়ি ফিরছেন তিনি। সেক্ষেত্রে সময় বেশী লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

 

সম্পর্কিত পোস্ট