বিপদের দিনে বন্ধুদের নিয়ে আড্ডায় বিমল গুরুং

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিপদের সময় পাশে থাকাই আসল বন্ধুত্বের পরিচয়। বিধানসভা নির্বাচনে ভরাডুবির হলেও কঠিন সময়ের বন্ধুদের ভোলেননি গুরুং। শুক্রবার সাড়ে এগারোটা নাগাদ শিলিগুড়ির ইন্সপেকশন পিডব্লুডি বাংলোতে ঝাড়খণ্ড এবং কলকাতার বন্ধুদের সঙ্গে দেখা করলেন তিনি৷

দীর্ঘ সময় ধরে চলে বৈঠক পর্ব। তিনি বলেন, একসময় এই বন্ধুরাই পাশে ছিলেন এবং তাঁদের সঙ্গে দেখা করতে পেরে অত্যন্ত খুশি তিনি।
তিনি আরও বলেন, মহামারিকালে রাজনীতির উর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থাকতে চান। সংক্রমণকালে সাধারণ মানুষের কথা চিন্তা করছেন বলে জানান বিমল গুরুং।

সাড়ে তিন বছর পর অন্তর্ধান হয়েছিল পাহাড়ি বিছে বিমল গুরুংয়ের৷ বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে সঙ্গে হাত মিলিয়েছিলেন৷ বিমল গুরুংয়ের উপস্থিতিতে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। এমনটাই আশা করেছিলেন সাধারণ মানুষ। চক বাজারে প্রথম জনসভা অন্তত সে বার্তাই দিচ্ছিল৷

পাহাড়ি শরীক দলের জন্য তিনটি আসন ছাড়ে তৃণমূল। কিন্তু বিনয় তামাং এবং অনীত থাপার গোষ্ঠির মধ্যে সুসম্পর্ক না থাকার কারণে ফায়দা তোলে বিজেপি এবং শরীকরা৷ বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় গোর্খা জনমুক্তি মোর্চার।

 

সম্পর্কিত পোস্ট