বিমানবাবুরা ভুল করছেন! তৃণমূল নয়, বিজেপি শত্রুঃ দীপঙ্কর ভট্টাচার্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কে প্রধান শত্রু? বিজেপি নাকি তৃণমূল? এই ইস্যুতেই এবার সংঘাতে জড়াল সিপিএম এবং লিবারেশন।
সংবাদমাধ্যমের সামনে একে অপরের বক্তব্যকে যুক্তিহীন বলে দাবি করলেন দীপঙ্কর ভট্টাচার্য এবং বিমান বসু। বাম মহলের আশঙ্কা, নির্বাচনের আগে বৃহত্তর বাম ঐক্যের মধ্যে বড় ফাটল ধরাতে পারে দু’পক্ষের এই আচরণ।
যদি তা হয়, তাতে বিজেপি আরও বেশী লাভবান হবে বলেই মনে করছেন অনেকে। কিন্তু প্রশ্ন, কেন এমন দূরত্ব তৈরী হল উভয়ের মধ্যে?
জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত বিহার নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে। দীপঙ্করবাবু পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যের মূল সমস্যা হল বামেরা বিজেপির পরিবর্তে তৃণমূলকে টার্গেট করে চলেছে। যদিও, জাতীয় প্রেক্ষাপটের নিরিখে বিজেপি আমাদের মূল শক্র। ওদের রুখতে হবে। কিন্তু এখানে লড়াইটা তৃণমূল কেন্দ্রিক হয়ে যাচ্ছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/sushil-modi-nominated-as-bihar-rajyasabha-candidate/
দীপঙ্কর ভট্টাচার্যের এই বক্তব্যের পরই লিবারেশন বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। গত মঙ্গলবার বাম-কংগ্রেসের বৈঠক শেষে দীপঙ্কর ভট্টাচার্যর বক্তব্যকে খণ্ডন করে বিমান বসু বলেন, অনেকে মনে করছেন, শুধু বিজেপির বিরুদ্ধে লড়াই করলেই হবে। এটা ঠিক না। বিজেপি আমাদের এক নম্বর শত্ৰু। সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, তৃণমূলকে পাশে নিয়ে নয়। এরা বিজেপির সঙ্গে বোঝাপড়া করছে।
বুধবার বিমান বাবুর বক্তব্যকে কেন্দ্র করে দীপঙ্কর ভট্টাচার্য বলেন, রাজ্যে বামপন্থীদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। বিমান বসু বাম আদর্শের দিক থেকে অনেক অভিজ্ঞ। কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বার বার বলছি, দেশের এক নম্বর শত্রু বিজেপি।
আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে টার্গেটের মূলে রাখা নিয়ে লিবারেশন এবং সিপিমের মধ্যে সংঘাত যে ক্রমে বৃহত্তর আকার ধারণ করছে তা পরিস্কার।
বিহারে ১৯ সিটে প্রার্থী দিয়ে ১২ টি আসনে প্রবল জয়লাভের পর আত্মবিশ্বাসী লিবারেশন এবার বাংলাতেও প্রার্থী দেওয়ার কথা ভাবছেন।