বিজয়ার মিষ্টিমুখ বর্ষীয়ান বিমানের, চাকরি দুর্নীতির আন্দোলনকারীদের নিয়ে পরপর কৌশল সিপিএমের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার গান্ধি মূর্তির পাদদেশ ও মেয়ো রোড মিলিয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত সাতটি ক্ষেত্রের চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগে যেমন দুর্নীতির অভিযোগ আছে, তেমনই ওই এসএসসির মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগেও দুর্নীতি অভিযোগ উঠেছে।
আবার প্রাথমিকের টেট দুর্নীতির পাশাপাশি কর্মশিক্ষার শিক্ষক নিয়োগেও নিয়ম বহির্ভূত নিয়োগের অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। আর শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত এই আন্দোলনকারীদের নিয়েই একের পর এক মাত দেওয়া কৌশল নিচ্ছে সিপিএম।
দুর্গাপুজোর মধ্যেও রাস্তায় বসে আছে আন্দোলনকারীরা। তাদের প্রতি দলমত নির্বিশেষে সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় অষ্টমীর দিন সকালে মহম্মদ সেলিম তাঁদের সঙ্গে দেখা করেন। বাম সমর্থিত সংগঠনের পক্ষ থেকে তাঁদের জন্য প্রাতরাশের ব্যবস্থা করা হয়। তারপর বুধবার দশমীর দুপুরে বিমান বসু এই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে মিষ্টির বাক্স হাতে তুলে দেন।
মমতা কি দলের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন? সিপিএমের বুকস্টলে হামলার অন্য ব্যখ্যা খোঁজা মুশকিল
পরপর পদক্ষেপে এই চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে নিজেদের মানবিক মুখ তুলে ধরার চেষ্টা করছে সিপিএম। এবং আমজনতার মুড অনুযায়ী তা অনেকটাই সফল। সিপিএমের এই কৌশলে এতোটাই কাজ হয়েছে যে নবমীর দিন বিজেপির তরফে শুভেন্দু অধিকারী ছুটে আসতে বাধ্য হন।