দলের ভাবমূর্তিতে আঘাত ! ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার হঠাৎ ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যপালের কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়েছে শনিবারেই। তাতে এক লাইনে লেখা রয়েছে, ‘আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম। আজ থেকেই যেন এই ইস্তফার তারিখ ধরা হয়।’ কেন এই ইস্তফা সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি। তবে ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা

২০১৮ সালে ত্রিপুরা দখলের পর বিপ্লবকে মুখ্যমন্ত্রী করে বিজেপি নেতৃত্ব। উপমুখ্যমন্ত্রী হন জিষ্ণুদেব বর্মা। কিন্তু মেয়াদ শেষের আগে কেন ইস্তফা দিলেন, তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বিপ্লবের কথায় এমন ইঙ্গিত মিলেছে যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি ইস্তফা দিয়েছেন। ইস্তফার চিঠি রাজ্যপালকে জমা দেওয়ার পরে বিপ্লব যা বলেন তাতেও তেমন ইঙ্গিত মিলেছে।

বিজেপির শীর্ষস্তরের নেতাদের তরফে জানা গিয়েছে দলের অন্দরেই বিপ্লব দেবকে নিয়ে তৈরী হয়েছিল একাধিক সমস্যা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছিল তিনি একরোখা। কাউকে নিয়ে চলতে পারেন না। শুধুতাই নয় সুদীপ রায় বর্মণের বিজেপি ত্যাগের জন্য বিপ্লব দেবকেই দায়ী করেছেন দলেরই একাংশ।  উল্লেখ্য, এদিন বিপ্লব দেব জানিয়েছেন তিনি দলের সংগঠনের কাজে মনোযোগ দিতে চান। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে দলকে মজবুত করাই এখন তাঁর একমাত্র উদ্দেশ্য।

Delhi Fire : দিল্লি অগ্নিকান্ডে শেষ হচ্ছে না পোড়া দেহের সারি, বাড়তে পারে মৃতের সংখ্য

সূত্র মারফৎ জানা গিয়েছে, শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উঠে আসে ২০২৩ বিধানসভা নির্বাচন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং উন্নয়ন, সীমান্ত সমস্যা-সহ একাধিক ইস্যু। টুইট করে সেকথা জানিয়েওছিলেন উত্তরপূর্বের এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কিছুক্ষণের মধ্যেই এই ইস্তফা দিলেন তিনি। সব মিলিয়ে এই মুহুর্তে তুলকালাম ত্রিপুরায়।

সম্পর্কিত পোস্ট