চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: আগামী ৩০ তারিখ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ সেই চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ দিনহাটায় অশোক মণ্ডল, শান্তিপুরে নিরঞ্জন বিশ্বাস, খড়দহে জয় সাহা এবং গোসাবায় পলাশ রানাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।

বিধানসভা নির্বাচনে দিনহাটা এবং শান্তিপুর কেন্দ্রে জয়লাভ করেন বিজেপির নীশিথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার৷ জয়লাভ করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন দু’জনেই। বর্তমানে মোদি কেবিনেটে মন্ত্রী রয়েছে নীশিথ।

বাকি অন্য দুটি কেন্দ্র থেকে জয়লাভ করেছেন খড়দহের কাজল সিনহা এবং গোসাবার জয়ন্ত নস্কর৷ দু’জনেই মারা গিয়েছেন। তাই ওই দুটি কেন্দ্রে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল এবং বামেরা। এবার চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে নিজেদের যাত্রাশুরু করল বিজেপি।

কিছুদিন আগেই তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ঝড় বয়ে গেছে৷ মমতার হাওয়াতে গা ভাসিয়ে এই চারটি কেন্দ্রও ঝুলিতে পুড়তে পারবে তৃণমূল? নিজেদের পাওয়া দুটি বিধানসভা বিজেপিকে হারাতে হবে না তো?

 

 

সম্পর্কিত পোস্ট