মাস ঘুরলেই বিজেপির ব্রিগেড সমাবেশ, আসছেন প্রধানমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নীলবাড়ি দখলের লড়াইয়ে মাঠে নেমেছে গেরুয়া শিবির। নিয়ম করে মাসে একবার বঙ্গ সফরে আসছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা। এবার বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ মার্চ ব্রিগেডে জনসভা করবেন তিনি। এমনটাই রাজ্য বিজেপি সূত্রে খবর।

ইতিমধ্যেই রাজ্যের চারটি জোন কোচবিহার, কাকদ্বীপ, বীরভূম এবং নবদ্বীপ থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। ৭ মার্চের মধ্যে সব ক’টি রথযাত্রা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ৩৯ টি সাংগঠনিক জেলার সভাপতিদের। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফে জেলা সভাপতিদের কাছে নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। শুরু হয়েছে প্রস্তুতিও।

১৯ এর লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেডে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই জনসভায় মাঠ ভরাতে পারেনি গেরুয়া শিবির। সময় বদলে এখন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও বেড়েছে পদ্ম ফুলের দাপট। গতবারের উপস্থিতি প্রধানমন্ত্রীকে নিরাশ করলেও এবার ব্রিগেডের সমাবেশ বিজেপিকে নিরাশ করবে না বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ দেশজুড়ে ‘রেল রোকো’ কর্মসূচীতে দশ রাজ্য থেকে মিলল ব্যাপক সাড়া

অন্যদিকে ২২ ফেব্রুয়ারি হগলীতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার প্রস্তুতি ঘিরে চলছে চরম ব্যস্ততা। সূত্রের খবর, ওই দিন শুধুমাত্র জনসভা নয়, একাধিক সরকারী প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ফের ২৮ তারিখ কলকাতায় সরকারী কর্মসুচী রয়েছে প্রধানমন্ত্রীর।

২১ এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। তার আগে ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ করবে বামেরা। একইমঞ্চে উপস্থিত থাকার কথা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু লড়াইয়ে এই মঞ্চ থেকেই বিশেষ বার্তা দিতে চাইছে বাম-কংগ্রেস।

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ নিয়ে বিজেপির সহ-সভাপতি এবং রথযাত্রার আহবায়ক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, এই রথযাত্রার মাধ্যমেই বাংলায় পরিবর্তন আসবে। একইসঙ্গে সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মদিকে নিয়ে এসে ব্রিগেডে জনসভা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট