কর্মী হত্যার অভিযোগে ১২ ঘন্টার বন্ধ ডাকল বিজেপি
দ্য কোয়রি ওয়েবডেস্কঃ পুলিশের লাঠির ঘায়ে কর্মীর মৃত্যুর অভিযোগে মঙ্গলবার উত্তরবঙ্গে ১২ ঘন্তার বন্ধ ডাকল বিজেপি।
সোমবার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল রাজ্য বিজেপির যুব মোর্চা। যা ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় তিন বাতির মোড়। দফায় দফায় পুলিশ এবং বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবী, পুলিশের লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন কর্মী। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের।
অভিযান চলাকালীন বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি চলেনি, লাঠিচার্জ হয়নি। দাবী পুলিশের। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করলেই জানা যাবে।
আরও পড়ুনঃ প্রয়াত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি
এদিন আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে ফুলবাড়ি হাসপাতালে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, পুলিশের লাঠির আঘাতে বহু বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, সারা রাজ্যজুড়ে হিংসার রাজনীতি চলছে।
মঙ্গলবার সারা দেশজুড়ে বনধের ডাক দিয়েছে সমস্ত কৃষক সংগঠনগুলি। সদ্য পাশ হওয়া কৃষক আইনের বিরুদ্ধে কৃষক সংগঠনগুলিকে সমর্থন জানিয়েছে ১৬ টি রাজনৈতিক দল। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের দাবিগুলিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।