প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের কায়দায় খড়দহ থেকে ভুয়ো ভোটার পাকড়াও করলেন BJP প্রার্থী জয় সাহা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভুয়ো ভোটার (Fake Voter) ঘিরে উত্তেজনা খড়দহে (Khardah)। গাড়ি থেকে নেমে ধাওয়া করলেন বিজেপি প্রার্থী(BJP Candidate) জয় সাহা (Jay Saha)। বিজেপির অভিযোগ, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে বেশ কয়েকজন ভুয়ো ভোটার ভোট দিতে আসে। বিজেপি প্রার্থীর দাবি, একজনকে তিনি ধরে ফেলেছেন।

ভবানীপুর উপনির্বাচনের (Byelection) পুনরাবৃত্তির ঘটনায় চাঞ্চল্য। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের (Priyanka Tibrewal) কায়দায় খড়দহ (Khardah) বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী (BJP) জয় সাহা দু’জন ভুয়ো ভোটারকে (fake voter) হাতেনাতে পাকড়াও করলেন। সকাল থেকেই উপনির্বাচনকে কেন্দ্র করে পারদ চড়ছে খড়দহে।

খড়দহে সকাল সাতটা থেকে উপনির্বাচন শুরু হয়ে গেছে ‌। তারপর থেকেই অভিযোগ পাল্টা অভিযোগ আসতে শুরু করেছে। আজ বিজেপি প্রার্থী জয় সাহা অভিযোগ তোলেন, সকাল থেকেই ওরা বুথে বুথে ঝামেলা শুরু করে দিয়েছে। বুথের সামনে জমায়েত করছে। বুথের সামনে জমায়েত করে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। বুথের বাইরে দেওয়াল লিখন রয়েছে ব্যানার রয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জয় সাহা।

সম্পর্কিত পোস্ট