ফের সিএএ কার্যকর করার দাবীতে সরব বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সম্প্রতি বাংলাদেশের অশান্তকর পরিস্থিতি নিয়ে তুমুল প্রতিবাদ শুরু করেছে বিজেপি। এবার নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার দাবীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দু’বার চিঠি দিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করে মোদি সরকার। সেবার নতুন আইনের প্রতিরোধে সারা দেশজুড়ে আন্দোলন গড়ে ওঠে। বিধানসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর করার দাবীতে সরব হয়েছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস এবং মন্ত্রীত্ব পাওয়ার পর গোটা বিষয়টি ধামাচাপা পড়ে যায়।
সম্প্রতি বাংলাদেশের অশান্তকর পরিস্থিতি গড়ে ওঠার পরেই ফের সেই আইন কার্যকর করার দাবীতে সরব হয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানিয়েছেন, সিএএ কার্যকর হলে বাংলাদেশের হিন্দুরা নাগরিকত্ব পাওয়ার আশায় ভারতে আসতে পারবে।
বদলে যাচ্ছে ফেসবুক, নতুন রূপ দিচ্ছেন জুকারবার্গ
অবশ্য একই সুর কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা এবং শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী গলাতেও। দু’বছর আগে পাশ হওয়া আইন কেন প্রণয়ন হল না? পুরো ব্যাপারটাই কি গিমিক? প্রশ্ন দুই রাজনৈতিক ব্যক্তিত্বের। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের পরেও কেন চুপ নরেন্দ্র মোদি প্রশ্ন তুলেছে৷ প্রিয়াঙ্কা চতুর্বেদী।
অন্যদিকে, দিল্লির যন্তরমন্তরের ধর্নামঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে হিন্দুদের এনে নাগরিককত্ব দেওয়া হোক। আফগানিস্তানের তালিবানের শাসন আসার পর থেকেই মৌলবাদের বাড়বাড়ন্ত বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।