BJP : দেশজুড়ে গেরুয়া ঝড়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সত্যি হল এক্সিট পোলের পূর্বাভাস। বরং তাকেও ছাপিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক কথায় বলা যায় দেশজুড়ে গেরুয়া ঝড় উঠেছে। ২৪ এর আগের সেমিফাইনালে বাজিমাত করল গেরুয়া শিবির। প্রধান বিরোধী দল কংগ্রেস একেবারে মুখ থুবড়ে পড়ল। উত্তর, পশ্চিম, উত্তর-পূর্ব ভারত সর্বত্র বিজেপির প্রতি জনসমর্থনের জোয়ার।

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে গিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত বিজেপির আসন সংখ্যার দৌড় কোথায় গিয়ে থামে। ইতিমধ্যেই তিনশোর কাছাকাছি আসনে এগিয়ে আছে গেরুয়া শিবির।

উত্তরাখণ্ডে কংগ্রেসের সঙ্গে কাঁটায় কাঁটায় লড়াইয়ের  সম্ভাবনা কথা বলা হয়েছিল। ভোট গণনার প্রথম কয়েক রাউন্ড একেবারে কড়ায়-গণ্ডায় লড়াই করছিল‌ও বিজেপি ও কংগ্রেস। কিন্তু চতুর্থ রাউন্ডের গণনার পর থেকেই অনেকটা এগিয়ে যায় বিজেপি। ৭০ আসনের উত্তরাখণ্ডে এই মুহূর্তে তারা ৪৪ টি কেন্দ্রে এগিয়ে আছে।

পোস্টাল ব্যালট গণনায় কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ল বিজেপি

গোয়ায় অবশ্য কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে গেরুয়া শিবির। এখনও পর্যন্ত সৈকত রাজ্যে তারা বৃহত্তম দল হিসেবে এগিয়ে থাকলেও জোর লড়াই দিচ্ছে কংগ্রেস। এখানে প্রথমবার ভোটে লড়াই করে যথেষ্ট ছাপ ফেলেছে তৃণমূল কংগ্রেস।

অপরদিকে ৬০ আসনের মনিপুরে সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও বিজেপি যে সর্ববৃহৎ দল হতে চলেছে তা পরিষ্কার। অনেকেই আশা করেছিলেন মণিপুরে কংগ্রেস ক্ষমতা দখল করতে পারে। সেই আশা সম্ভবত সত্যি হবে না।

সম্পর্কিত পোস্ট