পুরসভা নির্বাচনেই জোরকদমে প্রচার চাইছে বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ টি আসনে পাওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের লক্ষ্য বাংলায় তাঁদের আধিপত্য বিস্তার করা। সেই লক্ষ্যকে সামনে ২১ এর বিধানসভা নির্বাচনের আগে পুরসভা নির্বাচন থেকেই জোরদার প্রচার শুরু করতে চাইছে বঙ্গ বিজেপি।

১৮ জন সাংসদ, ১৩ জন বিধায়ক সহ একাধিক রাজ্য বিজেপির নেতৃত্বকে প্রচারের মুখ করতে চাইছেন সভাপতি দিলীপ ঘোষ। প্রচারের মুখ হিসাবে থাকবেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, সঞ্জয় সিংয়ের মত গুরুত্বপূর্ণ নেতারা। সঙ্গে থাকছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় এবং  রথীন বসু।

ইতিমধ্যেই সিএএ এবং এনআরসি ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে একজোট হয়েছে বাম-কংগ্রেস এবং তৃণমূল। রাজপথে নেমে প্রতিবাদে নামতে দেখা গিয়েছে তিন দলকেই। তাই সিএএ নিয়ে মানুষকে সচেতন করতে বিজেপির হাতিয়ার ছিল সচেতনতা অভিযান।

সেখানে মানুষের ভিড় নজরে এলেও, বাংলায় তাঁদের জন্য বিষয়টি চ্যালেঞ্জিং বলে টের পাচ্ছে বিজেপির একাংশ। তাই পুরসভা নির্বাচনেই সমস্ত ক্ষমতার প্রয়োগ করেই পুরসভায় ছাপ ফেলতে মরিয়া মোদি-শাহের দল।

সম্পর্কিত পোস্ট