করোনা আবহে বিজেপির উদ্যোগে নকআউট ফুটবল প্রতিযোগীতা বারাসাতে, শিকেয় স্বাস্থ্যবিধি
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ করোনা পরিস্থিতিতে আজ বারাসাতের কামাখ্যা মন্দির সংলগ্ন অভিযান খেলার মাঠে বিজেপির আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই ফুটবলপ্রেমীদের জমায়েত।
বারাসাত 23 নম্বর ওয়ার্ডের কামাখ্যা মন্দির সংলগ্ন ঘোলা কাছারি রোডের বারাসাত অভিযান খেলার মাঠে একদিন দিনরাত্রি ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলার পূর্ব মন্ডলের কর্মীরা।
দিনরাত্রি ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ১২ টি দল। খেলার নিয়ম অনুযায়ী সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সকলকেই মাক্স পড়তে হবে। কিন্তু যেভাবে খেলার মাঠে মানুষের জমায়েত হয়েছে তাতে কতটা সামাজিক দূরত্ব বজায় থাকবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
খেলার পরিচালন কমিটির বিজেপির বারাসাত পূর্ব মন্ডল সভাপতি বিপুল মজুমদার বলেন, মঞ্চ থেকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে, সামাজিক দূরত্ব যাতে মানুষ বজায় রাখে এবং সকলেই যেন মাক্স ব্যবহার করে। সকল কর্মকর্তাদের সেদিকে লক্ষ্য রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trinamool-inner-clash-clashes-over-amfan-corruption-overnight-bombings-deganga-in-north-24-parganas/
তিনি আরও বলেন করোনা পরিস্থিতিতে মাঠে খেলাধুলা প্রায় বন্ধ। আমরা ব্যবস্থাটা ক্ষুদ্রই রেখেছি, কিন্তু মানুষ খেলা প্রেমী, খেলার আবেগে মানুষ চলে আসছে মাঠে। তার জন্য আমরা বারবার মঞ্চ থেকে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। বারাসাত পুলিশ প্রশাসনের কাছে অনুমতি নিয়েই, নিজেদের পূর্ব মন্ডলের মধ্যে যে ১১ টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যেই খেলা পরিচালনা করা হচ্ছে।
উত্তর ২৪ পরগনায় যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে এই ধরনের পরিস্থিতিতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন, যেখানে খেলা দেখার জন্য মানুষ জমায়েত করছে, এতে কতটা সামাজিক দূরত্ব বজায় থাকবে, প্রশাসনই বা কিভাবে খেলা পরিচালনা করার অনুমতি দিলো, সেই নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।