রাজনীতি করছে বিজেপি! উৎসবের দিনগুলিতে বন্ধ থাকবে অধিবেশন; জানালেন পার্থ
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : উৎসবের দিনগুলিতে বিধানসভার অধিবেশন (westbengal Assembly) চলবে না বলে সরকারপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আসন্ন বিভিন্ন উৎসবের কথা উল্লেখ করে ১লা নভেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মঙ্গলবারই বিজেপির(BJP) পরিষদীয় দল আপত্তি জানিয়ে চিঠি দেয়।
তার উত্তরে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(partha chatterjee) আর জানান, উৎসবের দিন গুলিকে বাদ রেখেই বিধানসভা অধিবেশন বসবে। এই প্রসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে রাজনীতি করারও অভিযোগ এনেছেন।
উল্লেখ্য, মঙ্গলবারই বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা (Manoj Tigga) এক চিঠি দিয়ে বিধানসভার স্পিকারকে বিধানসভার শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানান।
তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন, ১-১৮ নভেম্বরের মধ্যে রাজ্যে সনাতনী এবং আদিবাসীদের একগুচ্ছ উৎসব রয়েছে। এই সময়ের মধ্যে রয়েছে ধনতেরস (dhantaras), লক্ষ্ণীপুজো(Lakhsmipuja), কালীপুজো(kalipuja), দীপাবলি(Diwali), ভ্রাতৃদ্বিতীয়া ও ছটপুজোর মতো উৎসব। আবার আদিবাসীদের দেওসি উৎসব রয়েছে তাই এই সময় অধিবেশন না রেখে পিছিয়ে দেওয়া হোক।
এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, আমি তাঁদেরকে আশ্বস্ত করতে চাই উৎসবের দিনে বিধানসভা বসবে না। পাশাপাশি তিনি বিজেপির দিকে কটাক্ষ ছুঁড়ে বলেন, বিচিত্র রাজনৈতিক দল। আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই। এদের মিউজিয়ামে রাখা উচিৎ।