BJP KMC Abhijan: শেষ লালবাড়িতে গেরুয়া অভিযান, গ্রেপ্তার সায়ন্তন-রাহুল-রাজু-লকেট-অগ্নিমিত্রা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এক কথায় বলা যেতে পারে বিজেপির পুরসভা অভিযান কার্যত শেষ। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, রিতেশ তেওয়ারি, রাহুল সিনহা, মিহির গোস্বামী সহ একাধিক বিজেপি নেতৃত্বকে গ্রেপ্তার করেছে লালবাজার। ইতিমধ্যেই হিন্দ সিনেমা সংলগ্ন আরএসএম স্কোয়ারের গার্ডরেলও তুলে নিয়েছে পুলিশ।
প্রশ্ন উঠতে শুরু করে এই মিছিলে শুভেন্দু অধিকারীর পথে নামার কথা থাকলেও কেন তাকে দেখা গেল না? বিজেপি সূত্রের খবর বিধানসভায় একটি জরুরী কাজে আটকে যাওয়ার দরুন তিনি এই মিছিলে পা মেলাতে পারেননি। পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে গেরুয়া শিবির। সংবাদমাধ্যমের সামনে তারা ক্ষোভ উগরে দেয় তারা।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতীকী প্রতিবাদ করছিলাম। আমাদের কর্মসূচি শুরুই হয়নি। এরইমধ্যে আমাদের বিধায়ক-সাংসদদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এটা গা জোয়ারি হচ্ছে। তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম সরকারকে কাজ করতে দেব। আমরাও তো বিরোধী হিসাবে শক্তিশালী। কিন্তু সরকার যে ভাবে জনবিরোধী কাজ করছে তা মানা যায় না। ভ্যাকসিন লুঠ করছে, ভুয়ো ভ্যাকসিন দিচ্ছে। রাজ্যজুড়ে হিংসা করছে। আমরা প্রতিবাদে নামতে বাধ্য হয়েছি। পুলিশ এখন সরকার ও পার্টি চালাচ্ছে।
লালবাড়িতে গেরুয়া অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতায়, বিজেপি কর্মীদের গ্রেপ্তার পুলিশের
ক্ষোভ উগরে দিয়ে রাহুল সিনহা বলেন, করোনাকালে মানুষের গায়ে বিষ ঢুকিয়ে দিলে তাদের বিরুদ্ধে আওয়াজ ওঠাতেই হবে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি। কিন্তু পুলিশ ভয় পাচ্ছে। তাই আটকাচ্ছে। আমরা সিবিআই তদন্ত চাই।
সায়ন্তন বসুর কথায়, জাল ডাক্তারের পর জাল ভ্যাকসিন দেখলাম। আর কী কী জাল জিনিস দেখতে হবে তার জন্য অপেক্ষা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। তাই পুলিশ দিয়ে গণ আন্দোলন প্রতিরোধ করছেন।