ধর্ষণের ও মানব পাচারে অভিযুক্ত বিজেপি নেতা গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির দাবিতে বিজেপির ডেপুটেশন বসিরহাট পুলিশ জেলা অফিসে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ধর্ষণের পর সীমান্তে মানব পাচারে অভিযুক্ত বিজেপি নেতা গ্রেপ্তার। নিঃশর্ত মুক্তির দাবিতে লকডাউন অমান্য করে বিজেপির ডেপুটেশন বসিরহাট পুলিশ জেলা অফিসে।

ভারত বাংলাদেশে চোরা পথে মানুষ পাচার চক্রের পান্ডাকে গ্রেপ্তার করলো গোপালনগর থানার পুলিশ ধৃত বছর ২৭ এর ওই অভিযুক্ত রাজেন্দ্র সাহা, বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদককে বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর এলাকায়।

প্রসঙ্গত, তিন দিন আগে এক বাংলাদেশিকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। তদন্ত নেমে জানতে পারেন বিজেপি নেতা রাজেন্দ্র সাহা এই পাচারে সঙ্গে যুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ শনিবার রাতে গোপালনগরের নহাটা মোড় এলাকা থেকে রাজেন্দ্র সাহাকে গ্রেফতার করে।ধৃতকে আজ সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

পাশাপাশি 2019 সালের প্রথম দিকে হাড়োয়ার বিজেপি নেত্রীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে ওঠে এই রাজেন্দ্র সাহার বিরুদ্ধে। বিজেপি নেত্রীর মেয়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার হয়েছিল।

বেশ কয়েকদিন জেল খেটেছিল বিজেপি নেতা । সবমিলিয়ে কখনো ধর্ষণ আবার কখনো মানবপাচারে অভিযুক্ত রাজেন্দ্র সাহা ওরফে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদককে নিয়ে চরম অস্বস্তি দেখা দিয়েছে বিজেপির অন্দরে।

করোনা নয়, নির্বাচনী প্রচার প্রাধান্য পাচ্ছে বিহারের রাজনীতিতে

একদিনে ধর্ষণে অভিযুক্ত আবার মানব পাচারে যুক্ত অভিযুক্ত রাজেন্দ্র সাহাকে গ্রেফতারের নিঃশর্ত মুক্তির দাবিতে করোনা মোকাবিলায় লকডাউন অমান্য করে ধর্নায় বসেন ইছামতি ব্রিজের উপর। দীর্ঘক্ষণ ধরে চলে ধরনা। সেখানে উপেক্ষিত থেকে যায় সামাজিক দূরত্ব।

তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, উত্তর ২৪ পরগণা তৃণমূল জেলা সভাপতি ওরফে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজে সীমান্ত পাচারের সঙ্গে যুক্ত। পুলিশ তাকে গ্রেফতার না করে উল্টে রাজেন্দ্র সাহাকে গ্রেফতার করে ফাঁসাতে চাইছে।

এদিন ধরনা কর্মসূচীর পর তারা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

সম্পর্কিত পোস্ট