গান্ধী জন্মজয়ন্তীতে নেতাজী মূর্তিতে মাল্যদান, বিতর্কে রাজু বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গান্ধীজির জন্মদিনে নেতাজিকে মালা। স্বচ্ছ ভারত মিশনের উল্লেখ করে গান্ধীজির জন্মদিনে নেতাজীর মূর্তিতে মালা দিল বিজেপি। ফরোয়ার্ড ব্লকের তোপ, গান্ধীজির ঘাতকদের উত্তরসূরীরা এখযোগে নেতাজি ও গান্ধীজিকে অসম্মান করছেন।
মহাত্মা গান্ধীর পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন ২ অক্টোবর। এদিন স্বচ্ছ ভারত মিশনের কর্মসূচি রয়েছে দেশজুড়ে। শনিবার বারাসাতের হৃদয়পুরে এসে এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা পরিয়ে বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় দাবী করলেন, এদিন সব মনীষীর মূর্তিতে তাঁরা মাল্যদান করবেন স্থির করেছেন।
অন্য কোনো মূর্তিতে মাল্যদানের ছবি সামনে না আসায় বিতর্ক দানা বাঁধছে। বারাসাত জেলা তৃণমূল সভাপতি অশনি মুখোপাধ্যায়, এনিয়ে বিজেপির সমালোচনা করেছেন।
সাইকেলে প্যান্ডেল হপিং, অভিনব উদ্যোগ NKDA-র
ফরোয়ার্ড ব্লকের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় তোপ দেগে বলেন, যারা গান্ধীজির ঘাতক তাঁদের উত্তরসূরীরা ভোট বৈতরনী পার হতে এখন বাঙালি ভাবাবেগকে আঘাত করে বসছেন।ফরোয়ার্ড ব্লক নেতৃত্বের অভিযোগ, বিজেপি এভাবেই গান্ধীজির পাশাপাশি নেতাজি সহ অন্য মনীষীদের অপমানিত করছেন।
রাজু বন্দোপাধ্যায়ের দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শূন্য করার রাজনীতি বরাবর করে এসেছে। এবারও ক্ষমতায় এসে সেই খেলাই খেলছে। এর আগে কংগ্রেসকে শেষ করেছেন উনি এই রাজ্যে এসেছেন। তবে গনতন্ত্রকে বিরোধী শক্তিশালী করে। আর আমরা এই রাজ্যে সেই কাজই করব। বিজেপি হল দেশের গঙ্গা।এই নদীতে বহু মানুষ আসে আবার চলে যায়।তবে গঙ্গা এগিয়ে চলে।ফলে আগামীদিনে রাজ্যের ক্ষমতায় বিজেপিই আসবে।