হেস্টিংসে হাতাহাতি ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘সৌমিত্র ঘনিষ্ঠ’ রাজু সরকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপির যুব মোর্চার বৈঠক চলাকালীন বড় দুর্ঘটনা। বৈঠকে কথা কাটাকাটি। উত্তেজিত বাক্য বিনিময়। হঠাতই বিজেপি যুব মোর্চা সহ সভাপতি রাজু সরকার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজুর। সোমবার সন্ধ্যায় যুব মোর্চার কলকাতা জোনের বৈঠকে একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল হেস্টিংসে।
জানা গিয়েছে বৈঠকে বিজেপি-র দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হন বিজেপি যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি রাজু। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই রাজুবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দুষ্কৃতি হামলা নাকি আন্ত:রাজ্য পুলিশ সংঘর্ষ, রক্তাক্ত মিজো-অসম সীমানা
২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন রাজু। বঙ্গ রাজনীতিতে সৌমিত্র ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। দমদমের নাগেরবাজার এলাকার বাসিন্দা ছিলেন রাজু। তাঁর মৃত্যুতে যুব মোর্চায় নেমে এসেছে শোকের ছায়া।