জেএনইউ ক্যাম্পাসে পড়ুয়াদের পাশে দিপীকা, অভিনেত্রীর ছবি বয়কটের ডাক বিজেপি নেতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার জেএনইউ ক্যাম্পাসে হামলার পর থেকে প্রতিবাদে সরব দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মঙ্গলবার জেএনইউ ক্যাম্পাসে পড়ুয়াদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী দিপীকা পাডুকোন।
মঙ্গলবার ছাপাকের প্রচারে দিল্লিতে ছিলেন দিপীকা। তারই ফাঁকে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দেখা করেলেন তিনি। দিপীকার সঙ্গে দেখা গেল সিপিআই নেতা কানহাইয়া কুমার এবং জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ।
সমাজজীবনে পরিবর্তন আনতে হলে নিজ মতামত তুলে ধরা ভীষণ জরুরী, এমনটাই জানালেন অভিনেত্রী।
রবিবার সন্ধে বেলা জেএনইউ ক্যাম্পাসের সবরমতী ক্যাম্পাসে হামলা চালায় প্রায় ৭০ জনের মুখোশ পড়া দুষ্কৃতী দল। ঘটনার পর থেকেই প্রতিবাদে সরব হন অনীল কাপুর, সোনাম কাপুর, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, রাজকুমার রাও সহ একাধিক বলিউড সেলিব্রিটি।
মঙ্গলবার জেএনইউ ক্যাম্পাসে অভিনেত্রীর ছবি ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর ছবি বয়কটের ডাক দেয় বিজেপি নেতা তাজিন্দার পাল সিং বাগ্গা। আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে দিপীকা পাডুকোনের পরবর্তী ছবি ‘ছাপাক’। ছবিতে এক অ্যাসিড আক্রান্ত মহিলাত্র চরিত্রে অভিনয় করেছেন দিপীকা।