Bengal Poll: ২৪ ঘণ্টা পরেও দিলীপ ঘোষের মন্তব্যে বিজেপি নেতাদের নীরাবতা নিয়ে সরব তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের পরেও চুপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন এই নিয়েই সরব হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একজন মহিলার প্রতি বিজেপির রাজ্য সভাপতি করা মন্তব্যের নিন্দা করেন তারা। একইসঙ্গে বিজেপি নেতাদের নীরবতা জন্য তাদের সোশ্যাল সাইটে বিঁধতে ছাড়েনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই দিন সোশ্যাল সাইট টুইটারে এই ঘটনার উল্লেখ করে লেখেন, ঘটনার পর 24 ঘন্টা কেটে গিয়েছে কিন্তু বিজেপির একজন নেতাও দিলীপ ঘোষের এই কুরুচিকর মন্তব্যের নিন্দা করেন নি। তারা যদি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এ ধরনের কুরুচিকর মন্তব্য করতে পারেন তাহলে ভাবুন সাধারণ ঘরের মা বোনেদের জন্য তারা কি মন্তব্য করবেন।

আরও পড়ুনঃ Bengal Poll: প্রথম দফার ভোটের আগে পুলিশে ব্যাপক রদবদল

একইভাবে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোশ্যাল সাইট টুইটারে তিনি লিখেছেন, যত দিন যাচ্ছে দীলিপবাবু ততোই বাজে বকছেন! কোন ভদ্রলোকের মুখে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর জন্য এরকম বিকৃত ভাষা কখনও শুনেছেন! ছিঃ!বাংলার মহিলারা এইরকম ঘৃণ্য মানসিকতার লোকেদের একটি ভোটও দেবে না।

এ দিন এই বিষয় নিয়ে সরব হন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান, মহিলাদের নিয়ন্ত্রণের প্রবণতা বিজেপি নেতাদের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছে যে এটা জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আগেও একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক সভা থেকে আক্রমণ করেছেন। এবারও একই কাজ করছেন। সে কারণেই আমি বলছি, বিজেপিকে একটি ভোটও নয়।

যদিও এর পরেও দিলীপ ঘোষকে এই নিয়ে সাফাই দিতে দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের সামনে এসে তিনি বলেছেন, শাড়ি পড়ে মুখ্যমন্ত্রীর পা বের করে বিভিন্ন সভায় যাওয়া বাংলা সংস্কৃতির সঙ্গে যায় না। আমি তারই প্রতিবাদ করেছি।দিলীপ ঘোষের এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল সাইট টুইটারে বলা হয়, ক্ষমা চাওয়া ভুলে দিলীপ ঘোষ বাংলার মেয়ের অপমানের ডিফেন্ড করছেন। এই দুষ্কর্মের জন্য তাকে শাস্তি পেতে হবে।শাড়ি পরা মুখ্যমন্ত্রী হোক বা ছেঁড়া জিন্স পরা বাংলার মেয়ে, যেভাবে তিনি বারবার তাদের অপমান করছেন তা বাংলা মেনে নেবে না।

সম্পর্কিত পোস্ট