সেমিফাইনালে পুরসভা, ম্যানেজমেন্ট কমিটি গঠন করল বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লোকসভা নির্বাচনে ১৮ টি আসন পাওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের লক্ষ্য পশ্চিমবঙ্গের বিধানসভা। কিন্তু তার আগে পুরসভা নির্বাচনের দিকে জোর দিতে চাইছে বিজেপি। সেইমতো বাংলায় ঘুটি সাজাতে শুরু করেছে মোদি-শাহের দল। পৌর নির্বাচনের কথা মাথায় রেখেই ২০ জনের ম্যানেজমেন্ট কমিটি গঠন করল বিজেপি।
২০ জনের এই কমিটিতে বেশীরভাগ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দলীয় কর্মী। এমনটাই সূত্রের খবর। বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন পুরসভা নির্বাচনে দলের রণকৌশল কি হবে, তা ঠিক করবে এই কমিটি।
শুধুমাত্র পুরসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ৩ বছরের জন্য আলাদ করে কমিটি গঠন করা হয়েছে । ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই এই কমিটিতে কারা থাকবেন তাঁদের নাম ঘোষণা করবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
যদিও রাজ্য বিজেপি নেতৃত্বের দাবী, পুরসভা নির্বাচনে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না কেন্দ্র। কারণ, পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেও বেশ কয়েকটি জায়গায় বোর্ড গঠন করতে পারেনি বিজেপি। তাই পুরসভা দখল করলেও বোর্ড গঠন করতে দেবে না তৃণমূল, এমনটাই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই তাঁদের টার্গেট ২১ এর নির্বাচন।