ভোটে জিতে গুন্ডামি করছে বিজেপিঃ মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চার দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী কোচবিহারের রাসমেলা ময়দানে কর্মীসভা করেন তৃণমূল সুপ্রিমো । সেখান বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন দলনেত্রী।

এদিন নাম না করে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, আগে আমাদের দলে ছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তাই দল থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে বিজেপির টিকিটে জয়লাভ করে। অনেক টাকা পয়সা খরচ করে জিতে এসেছে। এখন গুন্ডামি করছে।

সেইসঙ্গে বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের নাম উল্লেখ করে বলেন, রবি আমাদের সঙ্গে প্রথম থেকে ছিল। আজও রয়েছে। যারা প্রথম থেকে ছিল তাঁরা রয়ে গেছে। আর একটা দুটো জোয়ারে ভেসে গেছে। তিনি সাফ বলে দেন পোশাক বদলানো সম্ভব কিন্তু আদর্শ নয়।

আরও পড়ুনঃ পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করব আমরাইঃ মমতা

গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই উত্তরবঙ্গ থেকে একটিও আসন পায়নি তৃণমূল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কোচবিহার । এদিন তৃণমূলের সমস্ত কর্মীদের একজোট হয়ে কাজ করার কথা আরও একবার মনে করিয়ে দিলেন দলনেত্রী। তিনি বলেন, সিপিএমের বিরুদ্ধে এর আগে ৩৪ বছর ধরে আপনারা লড়াই করেছেন এখন বিজেপির বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে।

একইসঙ্গে বহিরাগত ইস্যুতে ফের বিজেপিকে কোণঠাসা করলেন দলনেত্রী। তিনি বলেন, বাইরে থেকে লোক এনে ভোট করাতে চাইছে। ওরা সব চম্বলের ডাকাত, গুন্ডা। কখনও পুলিশকে ভয় দেখাচ্ছে। বীরসা মুন্ডার নামে অন্য কোনও এক মুর্তিতে মালা দিয়েছে। বাইরে থেকে লোক এসে বলছে রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে হয়েছিল। এখন বলছে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলে দেবে। বিজেপিকে খোঁচা দিয়ে মমতার মন্তব্য, ক্ষমতা থাকলে একবার বদলে দেখুন।

বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, এক নেতা সকাল বেলা ঘুম থেকে উঠে বলছে ডিসেম্বরের পর থেকে পেটাবে। বিজেপি শুধু এটাই করতে পারে। ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। খাদ্য দাও, বাসস্থান দাও কখনও বলে না। লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকদে ট্রেন ভাড়া করে রাজ্য সরকার বাড়ি পৌঁছে দিয়েছিল। সেই কথাও এদিন আরও একবার মনে করিয়ে দেন তিনি।

তিনি আরও বলেন, তৃণমূলের বেশ কিছু বড় মাপের নেতার সঙ্গে যোগ রাখছে বিজেপি। ফোন করে যোগাযোগের চেষ্টা করা হয়েছে রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সির সঙ্গে। এমনকি তাঁকে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়। একইসঙ্গে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে ফোন করে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

এদিন রাসমেলার ময়দানে বিজেপির প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, ভোটের আগে বলেছিল ১৫ লক্ষ করে টাকা দেবে। দু’কোটি করে চাকরী দেবে। ভোটে আগে প্রতিশ্রুতি দিয়ে ভাঁওতাবাজি করছে বিজেপি সরকার। কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর।

সম্পর্কিত পোস্ট